ময়মনসিংহে আজহারীর মাহফিল থেকে শতাধিক মোবাইল চুরির জিডি

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৪ এএম

ছবি: সংগৃহীত
ময়মনসিংহে জনপ্রিয় ইসলামী স্কলার ও গবেষক ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে শতাধিক মোবাইল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শতাধিক ভুক্তভোগী কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় একের পর এক জিডি করেন ভুক্তভোগীরা।
ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ছিল। এই ভিড়ের সুযোগ নিয়ে সংঘবদ্ধ চোরচক্র মোবাইল ফোন চুরি করেছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি চোরচক্র শনাক্তে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে।
মাহফিল শেষে এ ধরনের চুরির ঘটনা নিয়ে উপস্থিত মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, মাহফিলে মোবাইল চুরির ঘটনায় ভুক্তভোগীরা একের পর এক সাধারণ ডায়েরি করছেন। সর্বশেষ শনিবার রাত ৯টা পর্যন্ত শতাধিক মোবাইল চুরির জিডি হয়েছে। এসব ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।