×

সারাদেশ

ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের ওপর হামলা, শিক্ষার্থীদের বিক্ষোভ

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ০৭:৩০ পিএম

ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের ওপর হামলা, শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি: ভোরের কাগজ

   

ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ইব্রাহিম হোসেনের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে ঈশ্বরদী থানা ফটকের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। 

এসময় শিক্ষার্থীরা 'পুলিশ পুলিশ ভুয়া ভুয়া' স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা থানার ওসি শহিদুল ইসলামের অপসারণ এবং ছাত্রদের ওপর হামলার বিচার চেয়ে স্লোগান দেন। তাদের দাবি, আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হোক। ছাত্ররা জানান, থানার ওসির অপসারণের আদেশ না আসা পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবেন।

এদিকে অবরোধের ফলে সড়কের দুই প্রান্তে প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তানজিদুর রহমান দিহান, মাহিম মেহরাব, মেহের হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজসহ আন্দোলনকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইব্রাহিম হোসেনের ওপর হামলাকারীদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে তৎপর পুলিশ। সড়কে যান চলাচল স্বাভাবিক। তবে থানা ফটকের সামনে শিক্ষার্থীরা অবস্থান করছেন।

উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি রাতে ঈশ্বরদী সরকারি কলেজের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ইব্রাহিম হোসেনের ওপর হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করলেও প্রধান আসামিসহ অন্যান্যরা এখনো পলাতক।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App