×

সারাদেশ

মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েও খরচ চালানো নিয়ে দুশ্চিন্তায় নন্দিনী

Icon

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১০:৪৮ পিএম

মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েও খরচ চালানো নিয়ে দুশ্চিন্তায় নন্দিনী

নন্দিনী রানী সরকার

   

দারিদ্র্যকে হার মানিয়ে কঠোর অধ্যবসায় আর মেধার জোরে মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় ১৩৩তম স্থান অর্জন করেছেন মানিকগঞ্জের দরিদ্র ঘরের সন্তান নন্দিনী রানী সরকার। এর ফলে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এমবিবিএস পড়ার সুযোগ পেয়েছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) মানিকগঞ্জের গিলণ্ড এলাকায় গিয়ে জানা যায়, নন্দিনীর বাবা অনিল চন্দ্র সরকার পেশায় একজন অটোরিকশা চালক। জমি-জায়গা নেই, সীমিত আয়ে সংসার চালাতে তাকে টানাপোড়েনের মধ্যে পড়তে হয়। দুই কন্যার জনক অনিল তার বড় মেয়ে নন্দিনীর এই অভূতপূর্ব সাফল্যে আনন্দিত হলেও মেডিকেলে পড়াশোনার খরচের চিন্তায় উদ্বিগ্ন। 

নন্দিনীর বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের গিলণ্ড পশ্চিম পাড়া গ্রামে। তার অসাধারণ সাফল্য একদিকে যেমন পরিবারের মুখ উজ্জ্বল করেছে, অন্যদিকে আর্থিক সীমাবদ্ধতার কারণে তার পড়াশোনার খরচ মেটানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

নন্দিনীর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী। গিলণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫, কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় জিপিএ-৪ দশমিক ৪৬, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন তিনি। 

কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবদুল হালিম গণমাধ্যমকে জানান, নন্দিনীকে যাবতীয় সহায়তা স্কুল ও কলেজ থেকে করা হয়েছে। অভাব-অনটনের মধ্যেও মেয়েটি মেডিকেলে পড়ার ভর্তির সুযোগ পাওয়ায় স্কুল ও কলেজের সবাই অনেক আনন্দিত।

নন্দিনীর মা সীমা রানী সরকার আনন্দ অশ্রু নিয়ে সাংবাদিকদের জানাচ্ছিলেন, তারা আজ পর্যন্ত সন্তানদের ভালো কোনো জামা কাপড় কিনে দিতে পারেননি। এমনকি পড়ার একটি টেবিলও কিনে দেয়ার সামর্থ নেই তাদের। 

কানিজ ফাতেমা স্কুলের শিক্ষকরা বিনা বেতনে পড়িয়েছেন তার মেয়েকে। শিক্ষকরা সার্বিক সহায়তা না করলে তার মেয়ে আজ হয়তো এ অবস্থানে আসতে পারতো না। একারণে তিনি তার মেয়ের স্কুলের শিক্ষকদের অবদান বিনম্র চিত্তে স্মরণ করেন। মেয়ের এমন ফলাফলে তিনি অত্যন্ত উৎফুল্ল। তবে, মেডিকেলে পড়ালেখার ব্যয়বহুল খরচের কথা মাথায় আসলেই সেই আনন্দ বিশাদে পরিণত হয় বলে জানান নন্দিনীর মা।

নন্দিনীর বাবা অনিল চন্দ্র সরকার জানান, ইজিবাইক চালানো উপার্জনে তিনি দুই মেয়ে, স্ত্রী ও বাবা-মাকে নিয়ে অনেক কষ্টে সংসার চালান। কয়েক বছর আগে অসুস্থ হয়ে পড়লে তিনি মারাত্মক আর্থিক সংকটে পড়েন। সেই সংকট এখনো কাটিয়ে উঠতে পারেননি তিনি। এখন শারীরিকভাবে সুস্থ হলে টাকার চিন্তায় সবসময় দুশ্চিন্তায় থাকেন তিনি। এমতাবস্থায়, তিনি তার মেডিকেল পড়ুয়া মেয়ের জন্য প্রশাসন ও বিত্তবানদের আর্থিক সহায়তা প্রার্থনা করেন। 

নন্দিনীর অভূতপূর্ব সাফল্যে প্রতিবেশী আব্দুর রহিম, প্রকৌশলী আব্দুর রউফের স্ত্রী নাহিদা হালিম, হাবিবুল্লাহ মুকুলের স্ত্রী সীমা আক্তার ও শহীদুর রহমানের স্ত্রী সুফিয়া বেগম উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, নন্দিনী ঢাকা মেডিকেলে পড়ার সুযোগ পাওয়ায় তারা মহাখুশি। এ যেন তাদের ঘরের মেয়ে ডাক্তার হতে যাচ্ছে। নন্দিনীর এ অর্জনে গোটা গিলণ্ডবাসী আনন্দিত। তারা আরো বলেন, মেধা সৃষ্টিকর্তা প্রদত্ত জিনিস। এটি সবার থাকে না। টাকা পয়সার সমস্যা কোনো সমস্যা নয়। তারা যেকোনো প্রয়োজনে নন্দিনীর পাশে থাকবেন। নন্দিনী শুধু গিলণ্ডবাসীর নয়, গোটা মানিকগঞ্জবাসীর গর্ব।

নন্দিনী রানী সরকার দৈনিক ভোরের কাগজকে জানান, তার স্কুল ও কলেজের শিক্ষকরা তাকে বিনা বেতনে পড়িয়েছেন। বই থেকে শুরু করে সব ধরণের সহায়তা করেছেন। কিন্তু তার বাবার এখন সামর্থ নেই যে, এতো টাকা খরচ করে তাকে মেডিকেলে পড়াবেন। এখন সরকার তথা দেশের বিত্তশালীরা আর্থিক সহায়তার হাত নিয়ে এগিয়ে আসলেই কেবল তার মেডিকেলের জার্নি সমাপ্ত করা সম্ভব হবে। ইতোমধ্যেই মানিকগঞ্জ জেলা প্রশাসক ড.মানোয়ার হোসেন মোল্লা স্যার তাকে আর্থিক সহায়তা প্রদান করেছেন। তিনি জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দেশের হতদরিদ্র জনগোষ্ঠীর পাশে চিকিৎসক হয়ে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটাতে চান নন্দিনী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App