সখীপুরে অবৈধ করাতকল উচ্ছেদ অভিযান

প্রতিনিধি (সখীপুর) টাঙ্গাইল
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১১:১৩ পিএম

ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতলী রেঞ্জের কচুয়া বিটের কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (২১জানুয়ারি) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
টাঙ্গাইল বনবিভাগের বিভাগীয় কর্মকর্তার নির্দেশনায় সহকারী বনসংরক্ষক মো.আবু সালেহ নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চলে। এসময় সখীপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সামা সহকারী কমিশনার (ভূমি), সেনা ও পুলিশসহ বনবিভাগের বিভিন্ন বিটের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
এ অভিযানে বহেড়াতলী রেঞ্জের কচুয়া বিটের আওতায় ৬টি করাতকল উচ্ছেদ করা হয়। এছাড়া আরো কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করে অবৈধভাবে রাখা বনবিভাগের ১৫২ টুকরা শাল গজারি জব্দ করা হয়।
এ বিষয়ে টাঙ্গাইল বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. আবু নাসের মহসিন হোসেন ভোরের কাগজকে জানান, অবৈধ করাতকল বন্ধে এরকম অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।