আলীকদমে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

শুভরঞ্জন বড়ুয়া, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৪:৩৬ পিএম

ছবি : ভোরের কাগজ
বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তারাবুনিয়া এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলে সংঘর্ষে দুর্ঘটনায় নিহত হয়েছে ৩ যুবক।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৮ জানুয়ারি) দুপুর চকরিয়া উপজেলা থেকে আলীকদম সদরে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন মো. বেলাল (৩০), মো. ছৈয়দ আমিন (১৮), মো. মিনহাজ (১৮) ৩ যুবক। নিহত ৩ জন যুবকই আলীকদম সদর ইউনিয়নের বাজারপাড়ার বাসিন্দা।
পথে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তারাবুনিয়া এলাকায় মোটরসাইকেলটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। আর এতে মোটরসাইকেল চালক ও ২ আরোহী সড়কে পড়ে গিয়ে ঘটনাস্থলে নিহত হয়।
এদিকে দুর্ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থল থেকে নিহত ৩ জনের লাশ উদ্ধার করে এবং স্থানীয়রা ট্রাকটিকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. হাবিবুর রহমান জানান, ঘটনাস্থল থেকে ৩ জনের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার এবং একটি ট্রাক আটক করা হয়েছে।
আলীকদম থানার এসআই মো. শাকিল জানান, ৩ জনের লাশ উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে এবং একটি ট্রাক ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে এবং ট্রাকের চালককে আটকে পুলিশ কাজ করছে।
আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারগুলোকে দাফন কাফনের জন্য প্রতি পরিবারকে ২০ হাজার টাকা করে দেয়া হবে।