লোহাগাড়ায় আগুনে পুড়ে ১৯ দোকান ছাই

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৪:০৬ পিএম

ছবি : ভোরের কাগজ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ সুখছিড় দরবার শরীফ বাজারে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১৯টি ব্যবসা প্রতিষ্ঠান।
বুধবার (১৫ জানুয়ারি) ভোর সাড়ে ৪ টার দিকে বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে স্থানীয়রা জানান।এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
তবে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের সদস্যরা দেরিতে ঘটনাস্থলে আসেন। এ কারণে আগুন পুরো চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা এমন অভিযোগ করেছেন। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
তবে লোহাগাড়া ফায়ার সার্ভিস ইনচার্জ রুবেল আলম জানিয়েছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আমারা ঘটনাস্থলে পৌঁছে যায়। কিন্তু স্থানীয় কিছু লোক আমারদের ওপর চড়াও হয়। পরে কিছু ব্যবসায়ীদের সহযোগিতা প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।
স্থানীয় ইউপি সদস্য নুরুল কবির জানান, আনোয়ার হোসেনের কম্পিউটার দোকানের সামনে বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে সেটি পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।
আরো পড়ুন : সিদ্ধিরগঞ্জে কুনিং কারখানায় আগুন
অগ্নিকাণ্ডে মুদি দোকান, চায়ের দোকান, ফার্নিচারের দোকান, মুরগির দোকানসহ মোট ১৯ দোকান পুড়ে ছাই হয়ে যায় । খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজনকে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনামুল হাছান। সময় তিনি বলেন, অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া প্রতিষ্ঠান ও ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করে বাজার কমিটিকে তালিকা তৈরি করতে বলা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারিভাবে আর্থিক সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।