লালমনিরহাটে ট্রাক উল্টে নারীর মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০২:৪৯ পিএম

ছবি : ভোরের কাগজ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পারুলিয়া বটতলা এলাকায় মহাসড়ক থেকে ট্রাক উল্টে বাড়িতে ঢুকে নুরি বানু (৪৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৫টায় হাতীবান্ধা উপজেলার লালমনিরহাট-বুড়ীমারী মহাসড়কের পারুলিয়া বটতলা নামক স্থানে ট্রাক উল্টে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নুরি বানু পারুলিয়া বটতলা এলাকায় মৃত শহিদুল ইসলামের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, লালমনিরহাট থেকে আসা একটি ট্রাক পাটগ্রামের দিকে যাওয়ার পথে দক্ষিণ পারুলিয়া এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে মৃত শহিদুল ইসলামের বাড়িতে উল্টে পড়ে।
স্থানীয়রা জানতে পেরে হাতীবান্ধা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আব্দুল্লাহ নামে ৪ বছরের শিশুকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করান। এ সময় নুরি বেগম নামে এক নারী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনা স্থলেই মারা যান। ট্রাকচালক ঘটনা স্থল থেকে পালিয়ে যায়।
আরো পড়ুন : ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
এ ঘটনায় হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ মাহমুদুন নবীর সঙ্গে আলোচনা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোরের কাগজ সাংবাদিককে বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউপি সদস্যদের কাছে নুরি বেগমের মরদেহ হস্তান্তর করেছেন।