যমুনা রেলসেতুতে ট্রেনের গতি ছিল ১২০ কিমি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০৪:১০ পিএম

ছবি: সংগৃহীত
যমুনা রেলসেতু দিয়ে রবিবার (৫ জানুয়ারি) পূর্ণগতিতে ট্রেন চলেছে। পরীক্ষামূলকভাবে এই ট্রেন আগামীকাল সোমবারও (৬ জানুয়ারি) চলবে। এর আগে গত ২৬ নভেম্বর সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিতে সেতুতে পরীক্ষামূলক ট্রেন চালানো হয়েছিল। তবে এবার ট্রেনটি পূর্ণ গতিতে চলাচল করবে।
রবিবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় চারটি কোচ ও একটি ইঞ্জিন সংযোজিত দুটি ট্রেন সেতুর টাঙ্গাইল ও সিরাজগঞ্জ প্রান্ত থেকে একযোগে দ্বিতীয় পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু করে। পরে পর্যায়ক্রমে ৪০ কিলোমিটার থেকে ধাপে ধাপে বাড়ানো হয় গতি। এক পর্যায়ে কাঙ্ক্ষিত গতি ১২০ কিলোমিটার গতিবেগে ছুটতে সক্ষম হয় পরীক্ষামূলক ট্রেন দুটি।
রেল সেতুর প্রকল্প পরিচালক আবু ফাত্তাহ মো. মাসুদুর রহমান জানান, গত ২৬ নভেম্বর আমরা সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিসীমায় রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়েছিল। রবিবার (৫ জানুয়ারি) পূর্ণগতি দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। সোমবারও (৬ জানুয়ারি) রেলসেতুতে পূর্ণগতিতে পরীক্ষামূলকভাবে ট্রেন চালিয়ে ভুলত্রুটি শনাক্ত করা হবে। পরীক্ষামূলক ট্রেন চলাচল সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই রেলসেতুটি উদ্বোধন করা হবে। এ রেল সেতু দিয়ে ট্রেন চলবে ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিতে। সেতুটি নির্মাণে রয়েছে জাপানি কোম্পানি ওটিজি ও আইএইচআই জয়েন্টভেঞ্চার। যমুনা সেতুর পাশেই এই রেলসেতু। রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সহজ করার স্বার্থে এটি নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছিল।