×

সারাদেশ

‘দেশের মালিকানা বুঝিয়ে দিতে বিলম্ব হওয়ায় অপরাধের ঝুঁকি বাড়ছে’

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ০৯:১৬ পিএম

‘দেশের মালিকানা বুঝিয়ে দিতে বিলম্ব হওয়ায় অপরাধের ঝুঁকি বাড়ছে’

ছবি: ভোরের কাগজ

   

বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন, গত পাঁচ আগস্ট ফ্যাসিস্টরা পালিয়ে না গেলে ও আত্মগোপন না করলে লক্ষ লক্ষ ছাত্র-জনতার পায়ের নিচে পিষ্ট হয়ে মৃত্যুবরণ করতো। এ ভয়নক পরিণতি হয় কাদের? যারা জনগণের ক্ষমতাকে কুক্ষিত করেছে, যারা ক্ষমতাকে পারিবারিককরণ করেছে। দেশের মালিক  জনগণ। যত বিলম্ব হচ্ছে জনগণকে রাষ্ট্রের মালিকানা বুঝিয়ে দিতে তত অপরাধের সম্ভাবনা বাড়ছে।  

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী শরিকল মাধ্যমিক বিদ্যালয়ের ৯৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ও গৌরনদী আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

এম জহির উদ্দিন স্বপন বলেন, ওয়ান ইলেভেনের সময় মঈন উদ্দীন-ফখরুদ্দিনদের অপরাধের জন্য শেষ পর্যন্ত দেশ ছাড়তে হয়েছে। এ কারণে আমরা অন্তবর্তীকালীন সরকারকে সাবধান করে রাখতে চাই। যদিও সরকারের প্রধান উপদেষ্টা এবং বেশিরভাগ উপদেষ্টা নির্বাচনের ব্যাপারে কিছুটা দ্বিধায় আছেন, তবে আমরা স্পষ্টভাবে বলতে চাই, জনগণ একটি অবাধ নির্বাচন চায়। সেই নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার আমরা সমর্থন করি, কিন্তু বাকি সংস্কার নির্বাচনিত জনপ্রতিনিধিরাই করবেন। আমরা জনগণকে অনির্দিষ্টকালের জন্য রাষ্ট্র, সরকার, গণতন্ত্র, সংবিধান এবং নির্বাচন থেকে বিচ্ছিন্ন করে সরকার পরিচালনার পক্ষে নই। তবে, এই সরকার যতদিন আন্তরিকভাবে কাজ করবে, আমরা তাদের সঙ্গে আছি।

ক্রেডিট ইউনিয়নের সভাপতি মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জেলা সমবায় কর্মকর্তা প্রশান্ত কুমার ব্যানার্জী, কালবের জেলা ব্যবস্থাপক আব্দুল আউয়াল, উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, সদস্য সচিব ফরিদ মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান খোকন, ইউনিয়ন বিএনপি’র আহবায়ক জামাল হোসেন ফকির, জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইয়েদুল আলম সেন্টু। 

অপরদিকে, স্কুলের প্রধান শিক্ষক মো. ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট এ.কে নূর উদ্দিন আহমেদ, গৌরনদী থানার ওসি মোঃ ইউনুস মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। 

এসময় বক্তব্য রাখেন- প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থী বন্ধু দাস, প্রাক্তন শিক্ষক ও শিক্ষাথী মো. হারুন অর রশিদ প্রমূখ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে গৌরনদী কো-আপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে এম জহির উদ্দিন স্বপন উদ্বোধন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App