×

সারাদেশ

মাটির গর্তে এতেকাফ, বিতর্কে ব্রাহ্মণবাড়িয়ার রেজভী

Icon

রফিকুল ইসলাম, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ০৩:২৫ পিএম

মাটির গর্তে এতেকাফ, বিতর্কে ব্রাহ্মণবাড়িয়ার রেজভী

ছবি : ভোরের কাগজ

   

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মায়ারামপুর গ্রামের রফিকুল ইসলাম রেজভী (৪৫) মাটির নিচে ১০ ফুট গভীর গর্ত খুঁড়ে এতেকাফে বসে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। ২১ দিনের জন্য এতেকাফে বসার ঘোষণা দিলেও এলাকাবাসীর তোপের মুখে মাত্র ৮ দিন পরই ফিরে আসতে বাধ্য হন তিনি।

গত ২৫ ডিসেম্বর রেজভী বাঞ্ছারামপুর থেকে পার্শ্ববর্তী আড়াইহাজার উপজেলার কদমীর চরের নির্জন স্থানে গিয়ে গর্তে বসে এতেকাফ শুরু করেন। স্থানীয়দের অভিযোগ, নিজেকে পীর হিসেবে জাহির করা এবং কবিরাজি ব্যবসার প্রসারের উদ্দেশ্যেই তিনি এতেকাফের আয়োজন করেন। এ উদ্দেশ্যে বিভিন্ন ইউটিউবারদের আমন্ত্রণ জানিয়ে তার কর্মকাণ্ড প্রচার করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকাবাসীর ক্ষোভের জন্ম দেয়।

রেজভীর দাবি, কিছু দুষ্কৃতকারী তার কাছে চাঁদা দাবি করায় নির্জন স্থান ছেড়ে বাড়ি ফিরে আসতে বাধ্য হন। তিনি বলেন, "আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এতেকাফে গিয়েছিলাম। তবে স্থানীয়দের চাপে ফিরে এসেছি। মা অনুমতি দিলে আবার এতেকাফে বসবো।"

রেজভী ১৯৯৫ সালে এসএসসি পাস করার পর প্রবাসে চলে যান। ৮ বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে বাড়ির মোড়ে টং দোকানে কবিরাজি ব্যবসা শুরু করেন। এরপর বিদেশে লোক পাঠানোর ব্যবসায় যুক্ত হন। তার বিরুদ্ধে আদম ব্যবসায় প্রতারণার অভিযোগও রয়েছে।

স্থানীয় বাসিন্দা হাজী শহীদুল্লাহ বলেন, "রেজভী তার ফকিরি ব্যবসা প্রতিষ্ঠার জন্য এ ধরনের কর্মকাণ্ড করছে, যা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। এতে এলাকায় বিতর্কের সৃষ্টি হয়েছে।"

এদিকে মানিকপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, "রেজভীর এমন কার্যকলাপ সমাজে অগ্রহণযোগ্য। তার কবিরাজি ও আদম ব্যবসার জন্যই এমন আয়োজন করেছেন।"

অন্যদিকে রেজভীর ছেলে রাসেল বলেন, "আমাদের শান্তি নষ্ট করতে কিছু লোক চাঁদা দাবি করেছিল। আমরা তাদের চাঁদা দিইনি বলেই ফিরে এসেছি।"

রেজভীর এই কর্মকাণ্ড নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা চলছে। অনেকের মতে, এটি ধর্মীয় অনুভূতির অপব্যবহার। কেউ কেউ আবার এটিকে ব্যক্তিগত সাধনা হিসেবে দেখছেন। তবে যাই হোক, এতেকাফের ঘটনাটি এলাকায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App