×

সারাদেশ

দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান, সিসিটিভি ফুটেজে চাঞ্চল্যকর দৃশ্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৪ পিএম

দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান, সিসিটিভি ফুটেজে চাঞ্চল্যকর দৃশ্য

ছবি: সংগৃহীত

   

মোংলায় গভীর রাতে বিভিন্ন এলাকার দেয়ালে দেয়ালে লেখা হয়েছে ‘জয় বাংলা’ স্লোগান। সোমবার (৩০ ডিসেম্বর) রাতে মুখোশ পরে কে বা কারা এই স্লোগান লিখেছেন। পৌরসভার সিসিটিভি ফুটেজে দেখা গেছে মুখোশ পরা এক যুবক স্প্রে পেইন্ট বোতল দিয়ে এ স্লোগান লিখে দ্রুত সরে পড়ছেন। 

এভাবে কলেজ রোড, বটতলা মন্দির রোড ও মোস্তাফিজ রোডসহ বিভিন্ন এলাকার দেয়ালে গভীর রাতে লেখা হয় ‘জয় বাংলা’ স্লোগান। হাতের লেখা দেখে স্থানীয় দর্শনার্থীরা বলছেন এটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগই করেছে। 

এদিকে জয় বাংলা স্লোগানে দেয়াল লিখনের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ছাত্রদল ও যুবদল। মিছিল শেষে পৌর মার্কেট চত্বরে অনুষ্ঠিত পথসভায় বক্তারা বলেন, রাতের অন্ধকারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগই জয় বাংলা লিখেছে। এদেরকে প্রশাসন খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে সেই দাবি জানাচ্ছি। 

পাশাপাশি জয় বাংলা যারা কায়েম করার চেষ্টা করছে তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আর কখনোই বাংলার মাটিতে দাঁড়াতে পারবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৫ বছর বাংলাদেশকে গুজবে পরিণত করেছে। উন্নয়নের নামে তারা হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। গত ৫ আগস্টে স্বৈরাচার সরকার পতনের পর ছাত্রলীগের কাঁধে ভর করে নতুন নতুন ষড়যন্ত্র তৈরির চেষ্টা করছে। বাংলার মাটিতে তা কখনো বাস্তবায়ন করতে দেয়া হবে না।

এ সময় বক্তব্য রাখেন- যুবদল নেতা সুমন মল্লিক, রতন মাহমুদ, নয়ন আকন, স্বেচ্ছাসেবক দল নেতা মো. মোহন উদ্দিন, নুর উদ্দিন টুটুল, রাহাত হোসেন মুন্না ও মীর সাগরসহ অন্যান্যরা। অপরদিকে মঙ্গলবার দুপুরে ‘জয় বাংলা’ লেখা স্প্রে পেইন্ট মুছে দেয়া হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App