ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে যুবক নিহত, নারী আটক

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:০৭ পিএম

ছবি : সংগৃহীত
আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে বিল্লাল (৪৫) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় আহত অবস্থায় লাভলী নামে এক নারী ডাকাতকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের কাহিন্দি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতে ৭-৮ জনের একদল ডাকাত কাহিন্দি গ্রামের ইলুমদি রাস্তায় অটোরিকশায় বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি বুঝতে পেরে গ্রামবাসী তাদের ধাওয়া দেন। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও বিল্লাল ডাকাত ও তাদের সহযোগী লাভলী জনতার হাতে ধরা পড়ে। বিক্ষুব্ধ গ্রামবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলেই বিল্লালের মৃত্যু হয়। এ সময় তার সহযোগী লাভলী আত্মরক্ষার জন্য একটি খালে ঝাঁপ দেয়। খবর পেয়ে থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার ও আহত লাভলীকে উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ‘নিহত বিল্লাল হাইজাদী এলাকার বাসিন্দা ও পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে অন্তত নয়টি মামলা রয়েছে। এ ঘটনায় আটক নারী লাভলীকে আসামি করে আড়াইহাজার থানায় মামলার প্রস্তুতি চলছে।’