×

সারাদেশ

১৬৭ আওয়ামী লীগের নেতাকর্মীর আত্মসমর্পণ, স্লোগানে উত্তাল আদালত চত্বর

Icon

জিয়াউর রহমান রিন্টু, যশোর (শহর) থেকে

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:০৮ পিএম

১৬৭ আওয়ামী লীগের নেতাকর্মীর আত্মসমর্পণ, স্লোগানে উত্তাল আদালত চত্বর

ছবি: ভোরের কাগজ

   

যশোরে স্লোগান দিতে দিতে আওয়ামী লীগের ১৪৭ জন নেতাকর্মী স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন।  আদালত সূত্রে জানা যায় রবিবার (২২ ডিসেম্বর) সকালে নাশকতা ও বিস্ফোরক মামলায় যশোর সদর উপজেলার ২০, অভয়নগর ১০৫ ও কেশবপুরের ৪২ জন নেতাকর্মী একযোগে আত্মসমর্পণ করেন। তারা ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই-শ্লোগান দিতে দিতে আদালতের এজলাসে প্রবেশ করেন । এরপর বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সে সময়ও  তারা শ্লোগান দিতে দিতে পুলিশের প্রিজন ভ্যানের দিকে এগিয়ে যান। তাদের শ্লোগানে আদালত চত্বর বারবার প্রকম্পিত হয়ে ওঠে।

এদিকে তিন আদালতে তারা আত্মসমর্পণ করলে সংশ্লিষ্ট আদালতের বিচারক যশোর সদর ও অভয়নগরের ১শ’২৫ জনের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। অন্যদিকে কেশবপুর উপজেলার ৪২ জনের জামিন আবেদন মঞ্জুর করেছেন। বিষয়টি কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন নিশ্চিত করেছেন। আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে বোমাবাজির ঘটনায় গত ১৯ নভেম্বর কোতোয়াালি থানায় মামলা করেন অ্যাডভোকেট মুন্সী মঞ্জুরুল ইসলাম। এ মামলার প্রধান আসামি ছিলেন ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেনসহ ৯৬ জন। রবিবার (২২ ডিসেম্বর) চেয়ারম্যানসহ ২০ জন এজাহারভুক্ত আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এছাড়া অভয়নগরের পৃথক দুইটি মামলায় একই দিন ১০৫ জন আদালতে আত্মসমর্পন করেন। এ মামলার আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধক্ষ্য আনিছুর রহমান মিন্টু, সাবেক হুইপ আব্দুল ওহাবের ছেলে শেখ কাফি সম্রাট, কমিশনার বিপুল শেখ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ  সম্পাদক শফি কামাল, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক কাজী মামুনসহ নেতারা আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন জানালে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া একই দিন কেশবপুরের আরেকটি নাশকতার মামলার এজাহারভুক্ত ৪২ আসামি আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন জানান। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদুর রহমান তাদের জামিন মঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘোষণা দেন।

এ ব্যাপারে যশোর সদর উপজেলা ও অভয়নগর উপজেলার আত্মসমর্পণকারী আসামি পক্ষের আইনজীবী সৈয়দ কবীর হোসেন জনি বলেন, মামলার ঘটনার সঙ্গে বাস্তবে কোনো মিল নেই। মনগড়া অভিযোগ দিয়ে মামলা করা হয়েছে। আসামিদের পক্ষে তারা জেলা জজ আদালতে জামিন ধরবেন। যা প্রক্রিয়াধীন। এ ব্যাপারে কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন বলেন, আদালতের নির্দেশে তারা আত্মসমর্পনকারী আসামিদেরকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছেন।  এদিকে আদালত খাসকামরা থেকে কারাগারের উদ্দেশ্য পিজন ভ্যানে উঠানোর আগে আদালত চত্বরে স্লোগানে স্লোগানে উত্তাল করে তোলেন নেতাকর্মীরা। ওই সময় নেতাকর্মীরা ‘জয় বাংলা, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজ পথ ছাড়ি নাই’, ‘জাতির পিতা শেখ মুজিব, লও লও লও সালাম’ বলে স্লোগান দেন। 

এ সময় আদালত চত্বরে একধরণের উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়। তবে সবধরনের অপ্রতিকর পরিস্থিতি মোকাবেলাতে এসময় আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন লক্ষ করা গেছে।  ৫ আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের এমনভাবে ফিরে আসায় জেলা জুড়ে বিরোধী রাজনৈতিক শিবিরে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। এই ব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব ও পাবলিক প্রসিকিউটর সাবেরুল হক সাবু বলেন, আদালত চত্বরে স্লোগানে স্লোগানে উত্তাল হওয়া ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে জনেমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তিনি বলেন, আমরাও অনেক হাজার হাজার মামলার আসামি হয়েছিলাম, আত্মসমর্পণ করেছি।  কিন্তু আদালত চত্বরে এ ধরণের ঔদ্ধত্য আচারণ ও আদালতের শৃঙ্খলা ভঙ হয় এমন কোনো কর্মকান্ড করেনি। বিষয়টি নিয়ে আমরা কোর্টে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবো।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App