ইজতেমা ময়দানে হামলার প্রতিবাদে মুন্সিগঞ্জে বিক্ষোভ মিছিল

তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সিগঞ্জ
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:৪১ পিএম

ছবি: ভোরের কাগজ
গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের সাথীদের ওপর সাদপন্থীদের হামলার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মুন্সিগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা ওলামায়ে কেরাম ও তৌহিদী ছাত্র জনতা। ওলামায়ে কেরাম ও তৌহিদী ছাত্রজনতার ব্যানারে এবং শূরা সদস্য ইঞ্জিনিয়ার মোঃ জাহিদ হাসান ও মুন্সীগঞ্জ শহর জামে মসজিদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
রবিবার (২২ ডিসেম্বর) সকাল ১০ টায় শহরের সুপার মার্কেট এলাকায় শুরু হয় বিক্ষোভ সমাবেশ। দলে দলে জেলার বিভিন্ন উপজেলা থেকে সহস্রাধিক আলেমগণ জড়ো হতে থাকেন। কয়েক ঘণ্টা ব্যাপী বিক্ষোভ সমাবেশে মুসল্লীদের ঢল নামে। বাংলাদেশ থেকে সাদপন্থীদের নিষিদ্ধের ঘোষণা করে মুন্সিগঞ্জ আলেম সমাজ ও তৌহিদী জনতার নেতৃবৃন্দরা। এসময় অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে কর্মসূচি আরো জোরদার ও কঠোর হবে বলে হুঁশিয়ারি দেন ওলামায়ে সমাজ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা আরো জানায়, সন্ত্রাসী জঙ্গি সাদপন্থীদের সব কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ও ইজতেমার মাঠে গত ১৮ ডিসেম্বর রাতে ঘুমন্ত মুসলিমদের ওপর বর্বর হামলাকারী খুনিদের গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনতে হবে। এছাড়াও মুন্সীগঞ্জ জেলার সব মসজিদে সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধ, তাবলীগের কার্যক্রম সব মসজিদে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালনা করাসহ মুন্সীগঞ্জ জেলার সাদপন্থীদের তালিকা সংগ্রহ পূর্বক গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক ও জেলা পুলিশের বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
এসময় আরো উপস্থিত ছিলেন- হরগঙ্গা কলেজ হিসাব বিজ্ঞান বিভাগের প্রফেসর আব্দুল মান্নান, শহর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবরারুল হক, হেফাজতে ইসলাম মুন্সিগঞ্জ জেলা শাখার সেক্রেটারি জেনারেল হযরত মাওলানা হুসাইন মোহাম্মদ ইছাকি, শ্রীনগর কোলাপাড়া মাদ্রাসার খতিব মাওলানা আশরাফ আলী কাসেমী, ইসলামি আন্দোলন জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি সানাউল্লাহ কাসেমী সহ অন্যান্য আলেম-ওলামাগণ।