সরকারের ইনক্রিমেন্ট প্রত্যাখ্যান, আন্দোলনে পোশাক শ্রমিকরা, ২৫ কারখানা বন্ধ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০৪:২৫ পিএম

ছবি: সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত বার্ষিক ইনক্রিমেন্টের পরিমাণ ৪ শতাংশ বৃদ্ধি প্রত্যাখ্যান করেছেন পোশাক শ্রমিকরা। তারা ১৫ শতাংশ করার দাবিতে আন্দোলন করছেন। শ্রমিকদের আন্দোলন ও কর্মবিরতির মুখে বুধবার (১১ ডিসেম্বর) আশুলিয়ার প্রায় ২৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে মালিক পক্ষ।
শ্রমিকরা জানান, সরকার ঘোষিত বার্ষিক ইনক্রিমেন্ট ৪ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। তারা ১৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট বাড়ানোর জোরাল দাবি জানিয়েছেন। অন্যথায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবে বলে জানান তারা। শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, বার্ষিক ইনক্রিমেন্টের পরিমাণ বাড়ানোর দাবিতে শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখন পাওয়া যায়নি।
তবে স্টারলিং নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা তাদের কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেছিলেন। তিনি জানান, বর্তমানে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ছাড়া হামিম গ্রুপ, শারমিন, মেডলার, আল-মুসলিম, নেক্সট কালেকশনসহ প্রায় ২৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।