সুখে-দুঃখে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নত আলীকদম নির্মাণের অঙ্গীকার নতুন ইউএনও’র

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১১:২৯ পিএম

ছবি: ভোরের কাগজ
আলীকদম উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। রবিবার (১৭ নভেম্বর ) তিনি যোগদান করেন।
সোমবার (১৮ নভেম্বর) উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। ৩৬তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা তিনি।
২০২২ সালের ০৭ জুন এসিল্যান্ড হিসেবে পদায়ন পাওয়ার পর পদে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় যোগদান করেন মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। এর আগে কক্সবাজার, খাগড়াছড়ি ও লক্ষীপুর জেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন তিনি।
মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ এবং এমবিএ সম্পন্ন করেছেন। মতবিনিময় সভায় তিনি তাঁর চাকরি জীবনে অতীত অভিজ্ঞতা তুলে ধরে সুখে-দুঃখে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নত আলীকদম উপজেলা নির্মাণে কাজ করার অঙ্গীকার করেন।
ইউএনও বলেন, আলীকদমকে উন্নত করতে হলে শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে হবে। আলীকদম কলেজের উন্নয়ন কাজ ত্বরান্বিত করার পাশাপাশি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার উন্নয়নে সচেষ্ট ভূমিকা রাখার আশ্বাস দেন তিনি।