ঈশ্বরদীতে যুবলীগকর্মীকে গুলি করে হত্যা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৩:৫১ পিএম

ছবি: ভোরের কাগজ
পাবনার ঈশ্বরদীতে যুবলীগকর্মী ওয়ালিফ হোসেন মানিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর মোড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত মানিক পাকশী দিয়ার বাঘইল এলাকার ইউনুস আলীর ছেলে। তিনি পাকশী ইউনিয়ন যুবলীগের কর্মী ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে, ২০২৩ সালের ১৭ জুন ছাত্রলীগকর্মী তাফসির আহম্মেদ মনার হত্যার ঘটনায় মামলার আসামি ছিলেন ওয়ালিফ হোসেন মানিক। মামলার পর তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন এবং ২০ দিন আগে হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান।
নিহতের বাবা ইউনুস আলী বলেন, "আজ সোমবার সেই মামলার হাজিরার দিন ছিল। সকালে মানিক আমার কাছ থেকে আদালতে যাওয়ার জন্য টাকা চেয়েছিল। বাড়ি থেকে বের হওয়ার পরপরই ৮-১০ জন সন্ত্রাসী তাকে প্রথমে গুলি করে। এরপর সে মাটিতে লুটিয়ে পড়লে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ।
ঈশ্বরদী থানার ওসি শহীদুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, পুরোনো শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহত মানিক যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। মরদেহ উদ্ধার করে পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”