ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফ'র হাতে বাংলাদেশি আটক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২০, ০৬:২৬ পিএম

ফাইল ছবি
কুড়িগ্রামে ভূরুঙ্গামারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বি এস এফ এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে আটক করেছে । এই ঘটনায় ওই সীমান্তের মানুষজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
সীমান্তের একাধিক সূত্র জানায়, রোববার দিবাগত রাতে ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাশজানী এলাকার আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৭৫/৯ এস এর নিকট দিয়ে একদল বাংলাদেশি গরু পাচারকারী ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। রাত আনুমানিক ৩ টার দিকে ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের দিঘলটারী বি.এস.এফ ক্যাম্পের জওয়ানরা বুঝতে পেরে তাদের ধাওয়া করে। এসময় বাংলাদেশি গরু ব্যবসায়ী জহুরুল ইসলাম (৫০) বি এস এফ জওয়ানদের হাতে আটক হয়।
আটক জহুরুল ইসলাম ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাশজানী গ্রামের মৃত নুরুল ইসলাম মেম্বারের সন্তান বলে গ্রামবাসীরা জানায়।
কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়ান এর পরিচালক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন বি এস এফ'র হাতে বাংলাদেশি গরু ব্যবসায়ী আটকের সত্যতা নিশ্চিৎ করে বলেন, বাংলাদেশের ভেতর থেকে কাউকে ধরে নিয়ে যায়নি । চোরাপথে গরু আনতে সীমান্ত পার হয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করায় সেখান বি এস এফ'র হাতে একজন আটক হয়েছে বলে আমরা জানতে পেরেছি।