×

সারাদেশ

চট্টগ্রামে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তুলকালাম, যৌথ বাহিনীর অভিযান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৯:৪০ এএম

চট্টগ্রামে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তুলকালাম, যৌথ বাহিনীর অভিযান

ছবি: সংগৃহীত

   

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ধর্মীয় সংগঠনের নামে এক ব্যক্তির দেয়া ফেসবুক পোস্টকে কেন্দ্রে করে উত্তেজনা ও বিক্ষোভের মধ্যে তুলকালাম কাণ্ড ঘটেছে চট্টগ্রামে। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্যদের আহত হওয়ার মধ্যে হাজারী গলিতে অভিযানে নেমে অনেককে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত নগরীর হিন্দু অধ্যুষিত হাজারী গলির একটি মার্কেট ঘিরে ওই ঘটনার পর সেখানে অভিযানে নামে যৌথ বাহিনী। তাদের কঠোর অবস্থানের পরে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

রাত পৌনে ৩টার দিকে কোতোয়ালী থানার ওসি ফজলুল কাদের চৌধুরী বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও হাজারী গলি এলাকায় যৌথ বাহিনীর অভিযান অব্যাহত আছে। অভিযানে কতজনকে আটক করা হযেছে জানতে চাইলে তিনি বলেন, অনেককেই আটক করা হয়েছে, কিন্তু গোনা হয়নি। পরে যাচাই বাছাই করা হবে। তবে আটকের সংখ্যা ৩০ এর কম নয় বলে নগর পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন। এর আগে হাজারী গলিতে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও এসিড নিক্ষেপের ঘটনার খবর আসে। চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এসিডে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হওয়ার তথ্য দিয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেন, হিন্দুদের ধর্মীয় একটি সংগঠন ’ইসকন’ নিয়ে ফেসবুকে দেয়া একটি পোস্টকে কেন্দ্র করে সন্ধ্যায় উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ গেলে পুলিশকে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এ পোস্টদাতাকে খুঁজতে বিক্ষুব্ধ লোকজন হাজারী গলিতে যায়। তখন এ ঘটনা ঘটে। সেখানে পুলিশকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করা হয়েছে। তিনি বলেন, পুলিশ পরে পোস্টদাতা ব্যক্তিকে উদ্ধার করে হেফাজতে নিয়ে আসে। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে থাকলে রাত সাড়ে নয়টার পর পুলিশের সঙ্গে সেনাবাহিনী যৌথভাবে হাজারী গলিতে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যৌথবাহিনীর পক্ষ থেকে সেখানে লাঠিচার্জও করা হয়।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা বলেন, হাজারী গলি মিয়া শপিং সেন্টার নামের একটি মার্কেটের একটি দোকানের মালিক ওসমান মোল্লা ফেইসবুকে হিন্দুদের ধর্মীয় একটি সংগঠন ইসকনকে নিয়ে ‘ব্যাঙ্গাত্মক’ করেন। সেটা নিয়ে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিক্ষুব্ধরা দলবেঁধে গিয়ে মার্কেটের সামনে জড়ো হয়। তারা দোকানটি ঘিরে রাখে। পরে পুলিশ গিয়ে পোস্টদাতা ওসমানকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে সনাতনী সম্প্রদায়ের লোকজন উত্তেজিত হয়ে পড়েন। এসময় পুলিশকে ধাওয়া করেন স্থানীয় লোকজন। বিক্ষুব্ধরা পুলিশদের দিকে ইটপাটকেল ছুড়ে মারে। উপর থেকে অ্যাসিডও নিক্ষেপ করার ঘটনাও ঘটে।

এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যেতেও দেখা গেছে। পরে সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে আসেন। পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় জড়িতদের ধরতে হাজারী গলিতে যৌথ অভিযান চালানো হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App