গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ১২:১৯ পিএম

ছবি: সংগৃহীত
মুন্সিগঞ্জের গজারিয়ায় ২১ দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। এই আন্দোলনের ফলে সৃষ্ট যানজটের কারণে মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) সকাল ৮টা থেকে হাজারো শ্রমিক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এই বিক্ষোভে আন্দোলনকারীরা অভিযোগ করেন, তাদের কাজের পরিবেশ অত্যন্ত অমানবিক এবং সরকারি নিয়ম-কানুনের কোনো তোয়াক্কা করা হচ্ছে না। শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে ওভারটাইমের সময় নির্ধারণ, অসুস্থ হলে চিকিৎসা সুযোগ, সরকারি ছুটি, পদোন্নতি, এবং বেতন বৃদ্ধির দাবি।
আন্দোলনকারী শ্রমিক আবু হানিফ বলেন, 'কোম্পানি কর্তৃপক্ষ আমাদের সঙ্গে অমানবিক আচরণ করছে। সরকারি নিয়ম মেনে আমাদের অধিকার দেওয়া হচ্ছে না। আমাদের অনেক দাবি আছে, যা বাস্তবায়ন না হওয়ায় আজ আমরা আন্দোলনে নেমেছি।'
অপর এক শ্রমিক নুরুল আমিন জানান, 'আমাদের কাজের সময় নির্দিষ্ট করা হয়, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কাজ করতে না পারলে বেতন কেটে নেয়া হয়। এছাড়া ঈদের সময়ও আমরা ছুটি পাই না।'
এদিকে, গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে আমরা উপস্থিত হয়েছি এবং মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে আলোচনা চালাচ্ছি। শ্রমিকদের শান্ত হতে বলা হয়েছে, তবে তারা আমাদের কথা শোনেনি। আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।’
এছাড়া, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কোহিনুর আক্তার ঘটনাস্থলে এসে শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন এবং তাদের ন্যায্য দাবিগুলো পূরণ করার আশ্বাস দেন।
আরো পড়ুন: বাতিল হচ্ছে জাতীয় ৮ দিবস
এ ঘটনার পর, প্রায় ৩ ঘণ্টা মহাসড়ক বন্ধ থাকার ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ব্যাপক যানজট সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশ জানায়, যানজটের কারণে ২০ কিলোমিটার পর্যন্ত গাড়ির লাইন লেগে আছে।