×

সারাদেশ

যুবলীগ নেতার আত্মসমর্পণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১০:৩১ পিএম

যুবলীগ নেতার আত্মসমর্পণ

ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান মিজান। ছবি: সংগৃহীত

   

ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান মিজান (জিএস মিজান) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় করা একাধিক হত্যা মামলার আসামি হিসেবে আত্মগোপনে থাকার পর কুয়াকাটার মহিপুর থানায় আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে তিনি থানায় এসে আত্মসমর্পণ করেন বলে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মিজানুর রহমান মিজান সাভার পৌর এলাকার তলবাগ মহল্লার বাসিন্দা এবং মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

মিজান জানান, তিনি গত ৫ আগস্টের পর থেকে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। সর্বশেষ, তার বন্ধু সাভার পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর নিউটনের সঙ্গে কুয়াকাটায় অবস্থান করছিলেন। কিন্তু নিউটন কুয়াকাটা ত্যাগ করার পর মিজান নিজেকে নিরাপদ মনে না করে মহিপুর থানায় আত্মসমর্পণ করেন।

মহিপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, ‘মিজানুর রহমান মিজান কুয়াকাটা সৈকতে ভ্রমণ করতে এসে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে থানায় এসে আত্মসমর্পণ করেন। পরে আমরা জানতে পারি যে, তিনি সাভার থানায় দায়ের করা প্রায় ৭টি মামলার আসামি। তাকে সাভার থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, এবং সাভার থানার সাথে সমন্বয় করে তাকে সেখানে হস্তান্তর করা হবে।’

এদিকে, সাভার মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আশিক ইকবাল জানান, হত্যা মামলার আসামি মিজানুর রহমান মিজান মহিপুর থানায় আত্মসমর্পণ করেছেন। সাভার মডেল থানার একটি টিম মহিপুর থানায় পৌঁছানোর জন্য রওনা দিয়েছে, এবং তাকে শিগগিরই সাভারে আনা হবে।

আরো পড়ুন: সাবেক এমপি মোস্তাফিজুর ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

উল্লেখ্য, মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App