বাগেরহাটে দুর্গা উৎসবে অংশ নিয়ে বিএনপি নেতার হুশিয়ারি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ১১:৫৬ পিএম

ছবি: ভোরের কাগজ
বাগেরহাটে শারদীয় দুর্গা উৎসবের অনুষ্ঠান পরিদর্শনকালে বিএনপির জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটি এম আকরাম হোসেন তালিম হুশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, কোনো ব্যক্তি যদি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, তাদের বিএনপি ছাড় দিয়ে নয়। বাংলাদেশ কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করছে এবং বিএনপি সব সময়ই জনগণের পাশে দাঁড়িয়েছে।
এ সময় তালিম আরো জানান, বিএনপি সরকারেই সংখ্যালঘু সম্প্রদায় সবচেয়ে বেশি নিরাপদ ছিল। তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে দাবি করেন, গণতন্ত্র হরণ এবং স্বাধীনতার প্রতি হুমকি সৃষ্টি হয়েছে।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ম্যাসেজ পৌঁছানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি দলের নেতাকর্মীরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ রয়েছে। তিনি আশ্বাস দেন, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে বিএনপি সব সময় সচেতন থাকবে এবং জনগণের পাশে থাকবে।
আরো পড়ুন: পূজামণ্ডপে গীতা পাঠের ব্যাখ্যা দিলেন জামায়াত নেতা
এছাড়া, তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে দুর্গা উৎসবে আর্থিক অনুদানও প্রদান করেন।