×

সারাদেশ

আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ২৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ১১:০২ পিএম

আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ২৫

ছবি: সংগৃহীত

   

পাবনার ভাঙ্গুড়ায় একটি ক্লাবের নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার খানমরিচ ইউনিয়নের পুকুরপাড় গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশিরভাগই বিএনপির সমর্থক বলে জানা গেছে।

এ ঘটনায় রবিবার সকালে বিএনপির সমর্থক জামাল উদ্দিন বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় একটি মামলা করেছেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪০ থেকে ৪৫ জনকে আসামি করা হয়েছে।

সংঘর্ষে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৪ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন পুকুরপাড় গ্রামের নিরজাব আলী (৫০), সাহাদত হোসেন (৪৬), ছানোয়ার হোসেন (৩৮) ও আবদুল মালেক (৪৫)। এছাড়া, ১৪ জনকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে আছেন আবুল কালাম-১ (৪৫), আকরাম হোসেন (৪০), সাদ্দাম হোসেন (৩৬), আবুল কালাম-২ (৪৬) প্রমুখ। তবে আওয়ামী লীগের সমর্থকদের নাম জানা যায়নি, কারণ তারা ঘটনার পর থেকে পলাতক।

স্থানীয় সূত্র জানায়, পুকুরপাড় গ্রামে ‘উদয়ন সংঘ’ নামে একটি ক্লাব রয়েছে, যা আগে আওয়ামী লীগের উপদেষ্টা ফয়জুল ইসলামসহ কয়েকজনের নিয়ন্ত্রণে ছিল। আওয়ামী লীগ সরকার পতনের পর বিএনপির সমর্থকরা ক্লাবটির নিয়ন্ত্রণ নেন। এরপর থেকে ক্লাবটির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ চলছিল। কয়েকদিন আগে আওয়ামী লীগের সমর্থকরা জোরপূর্বক ক্লাবের চাবি নিয়ে নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়। গতকাল সন্ধ্যায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন: ডেঙ্গুতে এক দিনে ৪ জনের মৃত্যু, শনাক্ত ৬৬০

ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘ক্লাবের চাবি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি তদন্ত করছি এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App