×

সারাদেশ

দাম কমিয়ে মাইকিং করে বিক্রি হচ্ছে ইলিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ০৯:৪৫ পিএম

দাম কমিয়ে মাইকিং করে বিক্রি হচ্ছে ইলিশ

ছবি: সংগৃহীত

   

মা ইলিশ রক্ষায় মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরুর পূর্ব মুহূর্তে বরগুনার মাছ বাজারে দাম কমিয়ে মাইকিং করে বিক্রি হচ্ছে রুপালি ইলিশ। এতে বিভিন্ন আকারভেদে প্রতি কেজি ইলিশের দাম ২০০ থেকে ৪০০ টাকা কমিয়ে বিক্রি করা হচ্ছে। দাম কমানোর এই মাইকিং শুনে বরগুনার মাছ বাজারে ভিড় করেছেন বিভিন্ন ক্রেতারা।  শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যার দিকে বরগুনা পৌরসভার মাছ বাজারের বিভিন্ন মাছ বিক্রেতা এ মাইকিং করেন।

সরেজমিনে বরগুনার মাছ বাজার ঘুরে দেখা যায়, মাছ মাজারের নির্ধারিত একটি জায়গায় একত্রিত হয়েছেন ৭ থেকে ৮ জন মাছ বিক্রেতা। তাদের সামনে বিক্রির উদ্দেশ্যে একত্রিত করে রাখা হয়েছে বিভিন্ন সাইজের ইলিশ। নিষেধাজ্ঞা শুরুর আগেই এই মাছ বিক্রি করতে দাম কমিয়ে ঘোষণা দিয়ে করা হচ্ছে মাইকিং। এতে প্রতি কেজি ছোট সাইজের ইলিশের দাম হাঁকা হয় ৫০০ টাকা, যা এর আগে বিক্রি হয়েছে ৬০০ থেকে ৭০০ টাকায়। আর ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৪০০ টাকায়, যা আগে বিক্রি করা হয়েছে ১৬০০ থেকে ১৭০০ টাকায়। এছাড়া এক কেজির বেশি ওজনের ইলিশ বিক্রিতে মাইকিং করা হচ্ছে কেজি প্রতি ১৮০০ টাকা করে, যা আগে বিক্রি করা হয়েছে ২০০০ থেকে ২২০০ টাকা পর্যন্ত। মাছ শিকারে নিষেধাজ্ঞার কারণে সাগর থেকে অধিকাংশ ট্রলার ঘাটে ফিরেছে। এতে বাজারে ইলিশের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় মাইকিং করে কম দামে ইলিশ বিক্রি করছেন বিক্রেতারা। 

বরগুনা মাছ বাজারের মৎস্য ব্যবসায়ী মো. ফয়সাল বলেন, অবরোধের কারণে সকল জেলে ট্রলার নিয়ে ঘাটে ফিরেছেন। জেলেদের থেকে মাছ ক্রয় করে পাইকাররা আজকে আর ঢাকায় পাঠাতে পারবেন না। এ কারণে মাছের সরবরাহ বেশি এবং দাম তুলনামূলক আগের থেকে কম। 

প্রসঙ্গত, শনিবার (১২ অক্টোবর) মধ্য রাত থেকে শুরু হবে মাছ ধরায় নিষেধাজ্ঞা। এসময় দেশব্যাপী ইলিশ পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত। এসময় ইলিশ ধরা, কেনাবেচা ও পরিবহন করলে শাস্তি দেয়া হবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App