মণ্ডপ থেকে ফিরে বমি, হাসপাতালে নেয়ার পর ২ তরুণীর মৃত্যু

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ০৮:৫৬ পিএম

ছবি: সংগৃহীত
ফরিদপুরে পূজার মণ্ডপ থেকে ফিরে দুই তরুণী অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেয়া হলে একজনের মৃত্যু হয় এবং অপরজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, তারা বাইরে অ্যালকোহল পান করেছিলেন।
শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাতে ফরিদপুর শহরের আলীপুরের কানাই মাতুব্বরের মোড় এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান।
নিহতরা হলেন—সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী পূজা বিশ্বাস (২০) ও একই কলেজের ডিগ্রি পড়ুয়া শিক্ষার্থী রত্না সাহা (২২)। পূজা বিশ্বাস মাগুরার শালিকা উপজেলার দিবালা গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে, আর রত্না সাহা ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আমগ্রামের রতন কুমার সাহার মেয়ে।
তারা জেলা শহরের আলীপুরের একটি ভাড়া বাসায় একত্রে থাকতেন এবং একই বেসরকারি প্রতিষ্ঠানে পার্টটাইম চাকরি করতেন। নিহত পূজা বিশ্বাসের খালা বিথি বিশ্বাস একটি প্রাইভেট ক্লিনিকে কাজ করেন। তিনি জানান, ‘গতকাল সন্ধ্যায় পূজা আমাকে ফোন করে জানায় যে, তারা পূজায় ঘুরতে যাবে। তার সঙ্গে রত্নাও ছিল। রাত সাড়ে ১০টার দিকে তারা বাসায় ফিরে আসে। রাত ১টার দিকে রত্না সাহা ও পূজা বিশ্বাস অসুস্থ হয়ে পড়ে এবং বমি করতে থাকে। তারা জানায়, তারা অ্যালকোহল খেয়েছিল। এরপর তাদের ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাই।’
চিকিৎসকেরা তাদের অবস্থা গুরুতর দেখে রাত সাড়ে ৩টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৮টার দিকে পূজা বিশ্বাসের মৃত্যু হয় এবং রত্না সাহাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, দুই তরুণীর মৃত্যু হয়েছে অতিরিক্ত অ্যালকোহল পানের কারণে। এদিকে, ফরিদপুর কোতয়ালী থানার ওসি মো. আসাদউজ্জামান জানিয়েছেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানানো হবে। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’