সাতক্ষীরার মন্দিরে মোদির উপহার দেয়া স্বর্ণের মুকুট চুরি

কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ০৪:৪৪ পিএম

ছবি: সংগৃহীত
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় একটি মন্দিরে প্রতিমার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপহার দেয়া স্বর্ণের মুকুট চুরি হয়ে গেছে। উপজেলার ঈশ্বরীপুর শ্রীশ্রী যশোরেশ্বরী মন্দিরের কালীমাতার মাথার স্বর্ণের মুকুটটি বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে চুরি হয়। শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্দিরের সেবায়েত রেখা সরকার বলেন, দুপুরে মন্দিরে একটি অন্নপ্রাশনের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে পুরোহিত দিলীপ কুমার ব্যানার্জি তার কাছে চাবি দিয়ে চলে যান। এরপর আমি পূজার কাজে ব্যবহৃত বাসনপত্র ধোয়ার জন্য অসাবধানতাবশত মন্দিরের দরজা খোলা রেখে পাশের টিউবওয়েলে যাই। সেখান থেকে এক-দুই মিনিট পরে এসে দেখি মায়ের মাথার মুকুটটি নেই। পরে আমি মন্দিরে থাকা সবাইকে সেটি জানাই।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শ্যামনগর উপজেলা শাখার সহসভাপতি কৃষ্ণ মুখার্জী বলেন, এমনিতেই এই মন্দিরটি তীর্থ স্থান। ভারতের প্রধানমন্ত্রীর আগমনের পর থেকে মন্দিরটি মানুষের কাছে আরো পরিচিত হয়ে ওঠে। মন্দির কমিটির বরাতে পুলিশের পরিদর্শক ফকির তাইজুর রহমান বলেন, মন্দিরের সিসিটিভির ভিডিও দেখে চোরকে শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্ত চলছে।
উল্লেখ্য, ২০২১ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে এসে এই মন্দির পরিদর্শন করেন। তখন তিনি উপহার হিসেবে এই সোনার মুকুট কালী প্রতিমার মাথার পরিয়ে দেন। এরই মধ্যে মন্দিরের সিসিটিভির ভিডিওতে মুকুট চুরির দৃশ্য দেখা গেছে।