পূজামণ্ডপে হামলা
আনসারের হাতে আটক ১, পালিয়েছে ৫

তৈয়বুর রহমান, কুড়িগ্রাম থেকে
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৩:২৫ পিএম

ছবি: সংগৃহীত
কুড়িগ্রামের রাজারহাটে শারদীয় দুর্গাপূজার মণ্ডপে হামলার চেষ্টার অভিযোগে মোহাম্মদ নুরুজ্জামান (২৬) নামে এক যুবককে আটক করেছে আনসার সদস্যরা। বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর কালীরপাট দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেয়া হলে রাতেই তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। রাজারহাট থানার ওসি রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নুরুজ্জামানসহ আরো ৫ জন যুবক মন্দিরে হামলার চেষ্টা চালায়। তবে আনসার সদস্যদের ধাওয়ায় ৫ জন পালিয়ে গেলেও নুরুজ্জামানকে আটক করা সম্ভব হয়। আটক নুরুজ্জামান পশ্চিম দেবত্তর গ্রামের মোহাম্মদ ওসিউজ্জামানের ছেলে।
পূজা উদযাপন কমিটির সভাপতি তপন চন্দ্র রায় জানান, ‘রাত সাড়ে ১১টার দিকে ৫-৬ জন যুবক মন্দিরের পেছন দিয়ে ঢুকে বাঁশ ও কাঠের লাঠি হাতে নিয়ে মন্দিরে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে মন্দিরে উপস্থিত ভক্তরা আতঙ্কিত হয়ে পড়েন। আনসার সদস্যরা তাদের ধাওয়া করে একজনকে আটক করতে সক্ষম হন।’
ওসি রেজাউল করিম জানান, নুরুজ্জামান মণ্ডপে আঘাত এবং ইট ছোড়ার কথা স্বীকার করেছেন। তার সঙ্গে থাকা অন্য যুবকদের নামও জানিয়েছেন। ঘটনায় রাজারহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ বাকি অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে।
আরো পড়ুন: বিশ্বম্ভরপুরে যৌথ অভিযানে ৭২ বস্তা ভারতীয় জিরাসহ গ্রেপ্তার ১
এদিকে, মন্দিরের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।