×

সারাদেশ

জালে আটকা পড়লো ২ কেজির ইলিশ, বিক্রি হলো যে দামে

Icon

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০২:১৮ পিএম

জালে আটকা পড়লো ২ কেজির ইলিশ, বিক্রি হলো যে দামে

কুয়াকাটায় জালে আটকা পড়লো ২ কেজি ২৮০ গ্রাম ওজনের ইলিশ। ছবি: ভোরের কাগজ

   

পটুয়াখালীর কুয়াকাটায় ২ কেজি ২৮০ গ্রাম ওজনের একটি বিশাল ইলিশ ধরা পড়েছে। মাছটি বিক্রি হয়েছে ৬ হাজার ৮৪০ টাকায়। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে কুয়াকাটার জেলে মো. আলমাস সাগরে মাছ ধরার সময় তার জালে ধরা পড়ে এই বিশাল আকারের ইলিশ। পরে তিনি মাছটি কুয়াকাটা মাছ বাজারের মনি ফিস আড়তে নিয়ে আসেন। মনি ফিস আড়তে মাছটি নিলামে ওঠানো হলে ফিশ ভ্যালীর পক্ষে মো. হাসান ৬ হাজার ৮৪০ টাকায় ইলিশটি ক্রয় করেন।

মাছ ব্যবসায়ী মাসুম জানান, মাছটি দেখে বাজারে অনেক ভিড় জমে যায়, এমন বড় ইলিশ সচরাচর দেখা যায় না। ব্যবসায়ী হাসান মাছটি নিলাম থেকে কিনে নেন। জেলে মো. আলমাস বলেন, সাগরে গিয়ে বরাবরের মতো হাইরের চরে জাল ফেলি, তখনই এই বড় মাছটি জালে উঠে আসে। বড় মাছের দাম একটু বেশি হয়, তাই আমরা খুশি। সাগরে এখন বড় মাছ খুব কম ধরা পড়ছে, তবে এ ধরনের বড় মাছ পেলে পরিবার নিয়ে ভালো থাকা যায়।

মনি ফিস আড়তের ব্যবসায়ী রুবেল ঘরামি বলেন, এত বড় মাছ এই বাজারে খুব কম আসে। নিলামে ১ লাখ ১৫ হাজার টাকা দর হিসেবে মাছটি ৬ হাজার ৮৪০ টাকায় বিক্রি হয়েছে।

আরো পড়ুন: এবার প্রধান উপদেষ্টাকে নিয়ে কটূক্তি করায় সরকারি কর্মচারী বরখাস্ত

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এ ধরনের বড় সাইজের ইলিশ মূলত গভীর সমুদ্রে পাওয়া যায়। সমুদ্রের মোহনায় পলি জমে গভীরতা কমে যাচ্ছে, যদি মোহনাগুলো খনন করা হয় এবং জালের প্রশস্ততা বাড়ানো হয়, তাহলে আরো বেশি এ ধরনের বড় মাছ ধরা পড়বে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App