গোমস্তাপুরে পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০২:০১ পিএম

আত্মহত্যা। ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পারিবারিক কলহের জের ধরে মোছা. সেবি (৩৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি গোমস্তাপুর ইউনিয়নের হোগলা দাঁড়াবাজ গ্রামের বাসিন্দা মো. রেসিম আলীর স্ত্রী।
মঙ্গলবার (৮ অক্টোবর) ভোরের দিকে এই ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী এবং স্বজনদের তথ্যমতে, মঙ্গলবার ভোর ৪টা থেকে ৫টার মধ্যে পারিবারিক কলহের কারণে সবার অজান্তে নিজ বাড়ির পাশে আমবাগানে একটি গাছের ডালে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
আরো পড়ুন: পাবনার চাঞ্চল্যকর প্রতিমা ভাঙার প্রধান আসামি গ্রেপ্তার
পরিবারের লোকজন জানিয়েছেন, সেবির দীর্ঘদিনের পারিবারিক কলহ চলছিল, যা তাকে আত্মহত্যার পথে ঠেলে দিতে পারে বলে তাদের ধারণা।