সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০২:৩৬ পিএম

ছবি: ভোরের কাগজ
আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে সেনাবাহিনীর অভিযানে একটি পিস্তল, ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি এবং মাদকদ্রব্যসহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। রবিবার (৬ অক্টোবর) দিবাগত রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার জালাকান্দি এলাকায় এই অভিযান চালানো হয়।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন জানান, সেনাবাহিনীর ৪৫ এমএলআরএস রেজিমেন্ট আর্টিলারি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই রাতে জালাকান্দি কবরস্থানের নিকটে একটি চেকপোস্ট স্থাপন করে। এ সময় টহল টিমের নজরে আসে, কয়েকজন ব্যক্তি একটি পরিত্যক্ত বাড়ির মধ্য দিয়ে পালিয়ে যাচ্ছে। সেনাবাহিনীর সদস্যদের সন্দেহ হলে তারা বাড়িটিতে অনুসন্ধান চালায়। অনুসন্ধানের পর ডাকাত দলের সদস্যদের ধাওয়া করা হয়, তবে তারা পালিয়ে যেতে সক্ষম হয়।
অভিযানে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি, মাদকদ্রব্য এবং ডাকাতির জন্য ব্যবহৃত ফাঁদ ও লাঠি উদ্ধার করা হয়। ওসি এনায়েত হোসেন বলেন, উদ্ধারকৃত অস্ত্রটি সম্প্রতি আড়াইহাজার থানায় ডাকাতি এবং লুটপাটের সময় চুরি হওয়া অস্ত্রগুলোর একটি।
তিনি আরো জানান, সাম্প্রতিক সময়ের থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় দুষ্কৃতকারীদের বিরুদ্ধে অভিযান চলছে এবং লুট হওয়া অন্যান্য অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আরো পড়ুন: হত্যা মামলায় ছাত্রলীগ নেতা ফুয়াদ গ্রেপ্তার
এদিকে, সেনাবাহিনীর সফল অভিযানের ফলে এলাকার মানুষ কিছুটা হলেও নিরাপত্তার আশ্বাস পাচ্ছে। পলাতক ডাকাতদের গ্রেফতারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।