মাইকিং করে বিক্রি হচ্ছে ইলিশ

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৯:২৩ পিএম

ছবি: সংগৃহীত
চাঁদপুরে মাইকিং ও ফেরি করে বিভিন্ন আকারের ইলিশ বিক্রি হচ্ছে। শুক্রবার (৪ অক্টোবর) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত মতলব দক্ষিণ উপজেলা সদর, নবকলস, বাইশপুর, বোয়ালিয়া, দূরগাঁও, চরমুকুন্দি ও ঢাকিরগাঁও এলাকাসহ আরো কয়েকটি এলাকায় অটোরিকশায় মাইকিং করে একাধিক বিক্রেতাকে এসব ইলিশ বিক্রি করতে দেখা গেছে।
বাইশপুর এলাকার মাছ বিক্রেতা উমেশ চন্দ্র জানান, চাঁদপুর মাছঘাট, ভোলা ও চট্টগ্রাম থেকে ইলিশ কিনে সেগুলো কিছুটা কম দামে এখানে বিক্রি করছেন। আগ্রহী ক্রেতারাও লুফে নিচ্ছেন সেগুলো। ছোট আকারের ইলিশ কেজিপ্রতি ৪৫০ থেকে ৬০০ টাকায়, এক কেজি ওজনের প্রতি কেজি ইলিশ ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকায় এবং ৭০০-৮০০ গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশ ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি করছেন। মাইকিং করে আজ তিনি প্রায় তিন মণ ইলিশ বিক্রি করেছেন।
উপজেলার কলাদী এলাকার গৃহবধূ শাহিনা আক্তার বলেন, শুক্রবার সকালে এক বিক্রেতার কাছ থেকে ৫০০ টাকা কেজির দরে ৫ কেজি ছোট আকারের ইলিশ কিনেছেন। রং ভালো দেখে এবং দাম কিছুটা কম থাকায় কিনেছেন। সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদুজ্জামান বলেন, মেঘনায় ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা আগামী ১৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে। এ জন্য এখন ইলিশের কেনাবেচা বেশি। মাইকিং বা ফেরি করেও ইলিশ বিক্রি হচ্ছে।