সিংগাইরে যৌথ বাহিনীর হাতে কোটি টাকাসহ কাউন্সিলরের ছেলে গ্রেপ্তার

সিংগাইর প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ১১:৪৫ পিএম

ছবি: সংগৃহীত
মানিকগঞ্জের সিংগাইরে যৌথ বাহিনীর হাতে নগদ ১ কোটি টাকাসহ কাউন্সিলর পুত্র সোলায়মান গ্রেপ্তার হয়েছে। তাকে জিডি মূলে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) দুপুরে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গত সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে যৌথ বাহিনীর চেক পোস্ট চলাকালীন হেমায়েতপুর-সিংগাইর মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আজিমপুর আজিজ ফিলিং স্টেশনের সামনে থেকে তল্লাশি চালিয়ে প্রাইভেকার ভর্তি এক কোটি টাকাসহ সোলায়মানকে আটক করা হয়। ওই টাকা জব্দ দেখিয়ে পরদিন তাকে আদালতে প্রেরণ করেন পুলি।
গ্রেপ্তার সোলায়মান সিংগাইর পৌরসভার সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান হাবুর ছেলে। তার বাড়ি পৌর এলাকার গোবিন্দল মহল্লায়।
সিংগাইর থানার এসআই (উপপরিদর্শক) আলী আজম বলেন, গ্রেপ্তার সোলায়মান আটক হওয়ার পর চেকপোস্টে যৌথবাহিনীর জিজ্ঞাসাবাদে নিজেদের ভাটার ইট বিক্রি ও দাদনের টাকা দারি করে। তবে তাৎক্ষণিক কোনো প্রমাণাদি দেখাতে পারেননি তিনি।
এ বিষয়ে তদন্ত চলছে। প্রয়োজনীয় কাগজপত্র আদালতে উপস্থাপন করতে পারলে জব্দ টাকা আইনি প্রক্রিয়ায় ফেরত পাবেন সোলায়মান বলেও জানান তিনি।