×

সারাদেশ

গৌরনদীতে মাইগ্রেশন কর্মসূচির অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৭:০৩ পিএম

গৌরনদীতে মাইগ্রেশন কর্মসূচির অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত

ছবি: ভোরের কাগজ

   

বরিশালের গৌরনদীতে বে-সরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এর মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে বাস্তবায়নাধীন “স্ট্রেন্দেনিং ইকোনমিক রিকভারি ক্যাপাসিটি অব ক্লাইমেট ভালনারেবল নিউ-পুওর, স্পেশালি রিটার্নি মাইগ্রেন্ট ইম্প্যাক্টেড বাই কোভিড-১৯” প্রকল্পের উপজেলা অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত ওই অ্যাডভোকেসি কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আব্দুল্লাহ খান। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জনশক্তি রপ্তানী প্রশিক্ষন ও কর্মসংস্থান ব্যুরোর সহকারী পরিচালক এ.কে.এম সাহাবুদ্দিন আহাম্মেদ।

গৌরনদী উপজেলা সমবায় কর্মকর্তা ফারজানা শাখীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অ্যাডভোকেসি কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক এর বরিশাল জেলা কো-অর্ডিনেটর নাফিস হাফিজ। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক এর এমআরএসসি কো-অডিনেটর দেবানন্দ মন্ডল। শুরুতে কর্মশালার উদ্দেশ্য ব্যাখ্যা ও পরিচয় পর্ব পরিচালনা করেন ব্র্যাক বরিশালের ইকোনোমিক রিইন্টিগেশন সেক্টর স্পেশালিষ্ট রোমানা আফরোজা।

বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকান্দার আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল বাশার, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, উপজেলা শিক্ষা কর্মকর্তা তাসলিমা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন শিল্পী, উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা. শেখ আরিফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ চন্দ্র দাস প্রমুখ। 

কর্মদক্ষতা ছাড়া বিদেশে গিয়ে প্রতারণা, হয়রানি ও নির্যাতনের শিকার হয়ে ফেরত আসা ভূক্তভোগীদের মধ্যে দুবাই ফেরত রোজিনা বেগম, ও সৌদি ফেরত আব্দুর রাজ্জাক সিকদার কর্মশালাটিতে তাদের নিজ নিজ তিক্ত অভিজ্ঞতার বর্ননা দিয়ে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, সরকারি-বেসরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষক, সাংবাদিক, সমাজ সেবক, প্রতারিত বিদেশ ফেরত নারী-পুরুষসহ মোট ৩০ জন ব্যক্তি কর্মশালায় অংশগ্রহণ করেন। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App