ট্রাকচাপায় নারী পোশাকশ্রমিকের মৃত্যু

কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৪:০৮ পিএম

ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সাগরিকা সড়কের বিটাক মোড়ে ট্রাকচাপায় ঝুমুর আক্তার (১৮) নামে এক নারী পোশাকশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২ অক্টোবর) সকাল ৯টার দিকে পাহাড়তলী থানার বিটাক মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন, তবে পুলিশ এখনো বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত একজন নারীকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ঝুমুর আক্তার ভোলা জেলার মনপুরা উপজেলার বাসিন্দা মো. নাসিরের মেয়ে। তিনি পাহাড়তলী থানার ফইল্ল্যাতলী এলাকায় ভাই ও ফুফুর সঙ্গে বাসা ভাড়া নিয়ে থাকতেন এবং বিটাক এলাকার একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঝুমুর আক্তার সকালে ব্যাটারিচালিত অটোরিকশায় করে কারখানায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক রিকশাকে ধাক্কা দেয়। এতে ঝুমুর গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
আরো পড়ুন: সাতকানিয়া প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
পাহাড়তলী থানার উপপরিদর্শক সুবীর বিক্রম জানান, নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। স্থানীয়দের মতে, দুর্ঘটনায় আরো দুজন আহত হয়েছেন, তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।