সংখ্যালঘুদের জমি দখল: বালী গংদের নানা অপকর্ম তুলে ধরলেন ভুক্তভোগীরা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫০ পিএম

ছবি: ভোরের কাগজ
বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার ইলিয়াস বালী ও তার সহযোগীদের বিরুদ্ধে দখল, প্রতারণা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদক ব্যবসার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় বরিশালের গৌরনদী উপজেলার সরিকল বাজারে ভুক্তভোগীরা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ করেন ভুক্তোভোগীরা। স্থানীয় বিএনপি নেতা এবং গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. জাহাঙ্গীর হোসেন গোমস্তা ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন।
সংবাদ সম্মেলনে পেশকার ইলিয়াস বালী, তার সহোদর চুন্নু বালী, পান্নু বালী, এবং তাদের পিতা কাওসার বালীসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। ভুক্তভোগীদের দাবি, তারা দীর্ঘদিন ধরে সন্ত্রাসী বাহিনী পরিচালনা করে এলাকাবাসীর জমি দখল ও প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত। এছাড়া, তাদের বিরুদ্ধে মাদক ব্যবসা এবং আধুনিক অস্ত্র ব্যবহারের অভিযোগও করা হয়েছে।
ভুক্তভোগীরা জানান, গত এক থেকে দেড় বছর আগে ইলিয়াস বালী গং জোরপূর্বক কয়েকজনকে ধরে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে সাদা কাগজ ও স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। এরপর থেকে তারা ভুক্তভোগীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এছাড়া তারা ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের অপহরণ এবং হত্যার হুমকিও দিয়েছে।
সংবাদ সম্মেলনে বরুন নাগ (ফটিক) নামের এক সংখ্যালঘু পরিবারের সদস্য অভিযোগ করেন, ইলিয়াস বালী গং অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে পরবর্তীতে পাওয়ার অব অ্যাটর্নি তৈরি করেছে। এর মাধ্যমে ইলিয়াস বালী তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি দখল করার পাঁয়তারা করছে।
ভুক্তভোগী সৈয়দ নুরুন্নবী জানান, তিনি ইলিয়াস বালীর কাছে জমি বিক্রি করেছিলেন। কিন্তু ইলিয়াস বালী জমির দামের ৪৪ লক্ষ ১৮ হাজার টাকা পরিশোধ না করেই জমি দখল করে নেন। নুরুন্নবী অভিযোগ করেন, দলিল রেজিস্ট্রির সময় ইলিয়াস বালী তাকে টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেন, কিন্তু পরে আর টাকা পরিশোধ করেননি।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা আরো অভিযোগ করেন, পেশকার ইলিয়াস বালী বরিশাল আদালতে চাকরি করায়, ক্ষমতার অপব্যবহার করে এলাকাবাসীকে ভয়ভীতি দেখিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া যাচ্ছে না বলে অভিযোগ করা হয়। বরিশালের সাবেক মেয়র হারিছুর রহমান হারিছের ঘনিষ্ঠ সহযোগী হওয়ায় তার প্রভাব কাজে লাগিয়ে মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্যক্রম এবং জমি দখলের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছেন।
ভুক্তভোগীরা ন্যায়বিচার দাবি করে বলেন, ইলিয়াস বালী গংদের বিরুদ্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য সাংবাদিকদের সহায়তা প্রয়োজন। তারা আশঙ্কা প্রকাশ করেছেন, যে কোনো সময় তাদের মধ্যে কেউ সন্ত্রাসীদের দ্বারা খুন হতে পারেন।
আরো পড়ুন: বর্ণাঢ্য আয়োজনে কুয়াকাটায় পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস
অন্যদিকে, পেশকার ইলিয়াস বালী এই অভিযোগগুলোকে মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, যেসব জমি নিয়ে অভিযোগ করা হচ্ছে, সেগুলো তাদের পারিবারিক সম্পত্তি এবং আদালতের রায় অনুযায়ী তারা গাছ বিক্রি করেছেন। তিনি আরো দাবি করেন, তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে।