×

সারাদেশ

মহিলা লীগ নেত্রীর কল রেকর্ড ফাঁস, ব্রাহ্মণবাড়িয়ায় তোলপাড়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৬ পিএম

মহিলা লীগ নেত্রীর কল রেকর্ড ফাঁস, ব্রাহ্মণবাড়িয়ায় তোলপাড়

উম্মে হানি সেতুর ফোনালাপ ফাঁস। ছবি: সংগৃহীত

   

ব্রাহ্মণবাড়িয়ার যুব মহিলা লীগের সহসভাপতি উম্মে হানি সেতুর একটি ভয়েস রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় তোলপাড় শুরু হয়েছে। রেকর্ডে তিনি দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। দাবি করেছেন নেতারা তাকে এবং তার মতো অন্যান্য মহিলাদের প্রতি সম্মান প্রদর্শন করেনি। সেতু বলেন, ‘দল করেছি কিন্তু কখনো ভালো জায়গায় রাখেনি। নেতারা বাঁকা করে তাকিয়েছেন, কেন তাকিয়েছেন সেটাও বুঝি? দেখতে যথেষ্ট সুন্দরী ছিলাম, বিশ্রী তো আর না! তারা (আওয়ামী লীগ নেতারা) আমাদের ভোগের পণ্য মনে করতেন।’

এ ব্যাপারে সেতু বলেন, ‘আমার নামে ৩টি মামলা হয়েছে। আমি মামলাগুলো খেয়ে কষ্ট ভোগ করছি, অন্যরা ভালো আছেন। মামলাগুলো খেলে তাদের কষ্ট হওয়ার কথা ছিল, কিন্তু তারা আমার ১৬ মাসের ছোট শিশুকে ফেলে ঢাকা ও চট্টগ্রামে পড়ে আছেন। কেউ খবর নেয় না যে আমার বাচ্চাগুলো কী খায়। এটি নিয়ে কোনো দুঃখ নেই।’

সেতুর অভিযোগ, ‘বাংলা কথাগুলো না বললে চলবে না, এই নোংরা নেতাদের কারণে বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে। কেন্দ্রীয় নেতারা নায়িকাদের নিয়ে ফূর্তি করতেন, এসব করে তারা আওয়ামী লীগের ওপর গজব নাজিল করেছেন।’

জানা গেছে, উম্মে হানি সেতু সম্প্রতি শেখ হাসিনা সরকারের পতনের পর ৩টি মামলায় অভিযুক্ত হয়েছেন এবং বর্তমানে আত্মগোপনে রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন, তিনি হোয়াটসঅ্যাপে দলের কিছু গ্রুপে নিজের ক্ষোভ প্রকাশ করে এই ভয়েস রেকর্ড পাঠিয়েছিলেন, যা পরে বাইরে চলে যায়।

এ বিষয়ে জানতে চাইলে উম্মে হানি সেতু বলেন, ‘আমি মামলাগুলো খেয়ে দৌঁড়ের ওপর আছি, আমি কোনো বক্তব্য দিইনি। তবে আওয়ামী লীগের নেতারা বলেছেন, এটি আপনি গ্রুপে দিয়েছেন।’

আরো পড়ুন: পাহাড়ের সহিংসতার ঘটনায় যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সেতুর কথায় স্পষ্ট, তিনি দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এবং এর ফলস্বরূপ বর্তমানে নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App