মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

সাধন দাস, (রায়পুরা) নরসিংদী থেকে
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৭ পিএম

রাংপুরা থানা। ছবি: সংগৃহীত
নরসিংদীর রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়নের থানাকান্দি বেগমাবাদ গ্রামে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাতপরিচয় নারীর (২৬) লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে মির্জারচর নৌ পুলিশ ফাঁড়ির একটি দল লাশটি উদ্ধার করে।
মির্জারচর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নান্নু মিয়া এবং সহকারী উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের উপস্থিতিতে লাশটি উদ্ধার করেন।
প্রাথমিকভাবে অজ্ঞাতপরিচয় এই নারীর মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে পুলিশ ধারণা করছে, এটি কোনো দুর্ঘটনা বা অপরাধজনিত ঘটনা হতে পারে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং রায়পুরা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
স্থানীয়রা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এবং পুলিশ দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার আসল রহস্য উদঘাটনের আশ্বাস দিয়েছে। এদিকে, লাশের পরিচয় শনাক্ত করার জন্য স্থানীয়ভাবে অনুসন্ধান চালানো হচ্ছে।
আরো পড়ুন: আশুলিয়ায় দুই পক্ষের সংঘর্ষে ১ নারী শ্রমিক নিহত, আহত ৩
পুলিশ জানিয়েছে, নদী তীরবর্তী এলাকাগুলোতে অধিকতর অনুসন্ধান চালানো হবে, যাতে এ ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। এছাড়া তারা স্থানীয়দের কাছে কোনো সন্দেহজনক তথ্য বা কোনো নিখোঁজ ব্যক্তির সম্পর্কে তথ্য পেলে পুলিশকে অবহিত করার আহ্বান জানিয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।