সাবেক ২ এমপিসহ ১৯ জনের নামে হত্যা মামলা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১০ পিএম

ছবি: সংগৃহীত
ঝিনাইদহের কোটচাঁদপুরে জামায়াত নেতা এনামুল হক হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ, শফিকুল আজম খান চঞ্চল এবং সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেনসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এনামুল হকের ভাই বিএম তারিকুজ্জামান কোটচাঁদপুর আমলি আদালতে মামলাটি দায়ের করেন।
বাদী অভিযোগে জানান, তার ভাই এনামুল হক, যিনি কোটচাঁদপুর উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক ছিলেন, ২০১৪ সালের পহেলা জানুয়ারিতে উপজেলা পরিষদের সামনে পুলিশ পরিচয়ে সাদা পোশাকধারীদের দ্বারা অপহৃত হন। সে সময় এনামুল জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলামের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করে ফিরছিলেন। অপহরণের পর ২৬ জানুয়ারি কোটচাঁদপুরের নওদাপাড়া গ্রামে তার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। তখন পুলিশ দাবি করে, যৌথ বাহিনীর অভিযানে এনামুল নিহত হয়েছেন।
বাদীর অভিযোগ গ্রহণ করে আদালত কোটচাঁদপুর থানার ওসিকে এজাহার হিসেবে রেকর্ড করার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে অ্যাডভোকেট রুস্তম আলী আদালতে বাদীর পক্ষে অভিযোগটি দায়ের করেন।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দ আল মামুন বলেন, এখনো আদালতের আদেশ আমাদের কাছে পৌঁছায়নি। আদেশ পেলে যথাযথ পদক্ষেপ নেয়া হবে।
আরো পড়ুন: ৯০০ মিলিয়ন ডলার দেবে এডিবি
গণমাধ্যমকে এনামুলের পরিবার জানিয়েছে তারা এখনো ন্যায়বিচারের অপেক্ষায় আছেন।