হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত, যে বার্তা দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৭ পিএম

ছবি: সংগৃহীত
গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নির্মমভাবে নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৫০ জন বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনার প্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার এক বিবৃতিতে বলেন, এই ধরনের ন্যক্কারজনক হামলা আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের জন্য বড় আঘাত। এটি শুধু আমাদের রাজনীতির নয়, মানবতার ওপরেও আঘাত। আমরা দাবি করছি, দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক।
বিবৃতিতে নিহত দিদারের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। এছাড়াও, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ভবিষ্যতে যাতে পুনরাবৃত্তি না হয়, সেই লক্ষ্যে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোকে নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে গোপালগঞ্জ জেলা শহরের বেদগ্রাম মোড়ে বিএনপি আয়োজিত পথসভা শেষে বিএনপি নেতাকর্মীরা টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেয়ার সময় ঘোনাপাড়া মোড়ে আওয়ামী লীগের দুই থেকে তিনশ নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে গাড়ি ভাঙচুরসহ অন্তত ৩৫ জন বিএনপি নেতাকর্মী আহত হন এবং শওকত আলী দিদার নিহত হন।
আরো পড়ুন: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি রিমান্ডে
এই হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠন এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।