×

সারাদেশ

সীতাকুণ্ডে শিপইয়ার্ড বিস্ফোরণে আরো একজনের মৃত্যু, মোট নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৫ পিএম

সীতাকুণ্ডে শিপইয়ার্ড বিস্ফোরণে আরো একজনের মৃত্যু, মোট নিহত ২

ছবি: সংগৃহীত

   

চট্টগ্রামের সীতাকুণ্ডে এসএন কর্পোরেশন শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় খায়রুল শেখ (২১) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২ জনে।

রবিবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আইসিইউতে খায়রুলের মৃত্যু হয়। তার বাড়ি পিরোজপুরের কাউখালী উপজেলার দাশেরকাঠি গ্রামে। নিহতের বাবার নাম কামাল শেখ। খায়রুলের চাচাতো ভাই মো. রাহাদ জানান, সীতাকুণ্ডের ওই কারখানায় কাজের পাশাপাশি খায়রুল পাশের একটি মেসে থাকতেন। বিস্ফোরণে তার শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়। শনিবার রাতে তাকে চট্টগ্রাম মেডিকেল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়।

এর আগে, শনিবার রাতে আহমেদুল্লাহ (৩৮) নামে একজনের মৃত্যু হয়। বিস্ফোরণের পর গুরুতর আহত ১২ জনকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ৮ জনকে ঢাকায় পাঠানো হয়।

বার্ন ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, বর্তমানে বাকি ৬ জনের অবস্থাও আশঙ্কাজনক। তাদের মধ্যে ৪ জন আইসিইউতে এবং ২ জন এইচডিইউতে আছেন। আহতদের দেহে ২৫ থেকে ৮০ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে এবং সবার শ্বাসনালীও পুড়ে গেছে।

চিকিৎসাধীন দগ্ধদের মধ্যে রয়েছেন জাহাঙ্গীর আলম (৪৮)এর ৭০ শতাংশ দগ্ধ, আবুল কাশেম (৩৯) এর ৭০ শতাংশ, বরকাতুল্লাহ (২৩) এর ৬০ শতাংশ, আনোয়ার হোসেন (৪৫) এর ২৫ শতাংশ, আল-আমিন (২৩) এর ৮০ শতাংশ এবং হাবিব (৩৫) এর ৪৫ শতাংশ দগ্ধ।

আরো পড়ুন: নিউইয়র্কে প্রেমের নতুন হটস্পট

বিস্ফোরণের ঘটনাটি ঘটে শনিবার দুপুরে, সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর উপকূলে অবস্থিত শওকত আলী চৌধুরীর মালিকানাধীন এসএন কর্পোরেশন শিপইয়ার্ডে। জাহাজের পাম্প রুমে স্ক্র্যাপ কাটিংয়ের সময় এই দুর্ঘটনাটি ঘটে, যেখানে ১২ জন দগ্ধ ও আহত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App