হত্যার পর হাত কেটে নিয়ে যাচ্ছে যুবক, ছবি ভাইরাল

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৩ পিএম

ছবি: সংগৃহীত
কুমিল্লার দাউদকান্দিতে মো. মহিউদ্দিন নামে এক যুবককে নৃশংসভাবে হত্যা করে তার ডান হাত কেটে নিয়ে ঘুরে বেড়ানোর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ওলানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে একটি সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া ছবিটি রাত থেকে ভাইরাল হতে থাকে।
রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শহীদুল্লাহ প্রধান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজের ছবিতে থাকা যুবককে শনাক্ত করা হয়েছে। যুবকটি মাদক গ্যাংয়ের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত বলে ধারণা করা হচ্ছে, তবে তদন্তের স্বার্থে তার পরিচয় প্রকাশ করা হয়নি। ঘটনার পর থেকেই সে আত্মগোপনে চলে গেছে এবং মোবাইল ফোন বন্ধ রেখেছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক আসামিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশের তথ্যমতে, পূর্ববিরোধের জেরে মহিউদ্দিনকে হত্যা করা হয় এবং হত্যার পর দুর্বৃত্তরা তার ডান হাত কেটে নিয়ে যায়। নিহত মহিউদ্দিনের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই এবং মাদকের একাধিক মামলা রয়েছে।
আরো পড়ুন: ডেঙ্গুতে আক্রান্ত ১৫ হাজার, ৯২ জনের মৃত্যু
এ ঘটনায় মহিউদ্দিনের মা বাদী হয়ে দাউদকান্দি থানায় ১০ জনের নাম উল্লেখ করে আরও ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।