×

সারাদেশ

আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভারতে গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৭ পিএম

আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভারতে গ্রেপ্তার

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বিমল কৃষ্ণ বিশ্বাস। ছবি: সংগৃহীত

   

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বিমল কৃষ্ণ বিশ্বাস ভারতে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফের হাতে গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) তাকে আদালতে হাজির করা হয়।

গ্রেপ্তারকালে বিমলের কাছে জাল আধার কার্ড পাওয়া যায়। তার এক নিকটাত্মীয় নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, যৌথ বাহিনীর অভিযান ও নির্বাচনী এলাকার মানুষের ভয়ে তিনি ভারতে পালিয়ে গিয়েছিলেন। বিমল ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর থেকে খুলনার এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি অভিযানের ঘোষণায় তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং নিজ বাড়িতে ফিরতে না পারায় ভারতে পালিয়ে যান।

গত বুধবার থেকে যৌথ বাহিনীর অভিযান শুরুর খবরে বিমল মঙ্গলবার দালালের মাধ্যমে সাতক্ষীরার সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করতে যাচ্ছিলেন। বিএসএফ পশ্চিমবঙ্গের স্বরূপনগর থানার তরালী সীমান্তে তাকে আটক করে এবং হাকিমপুর ক্যাম্পে নিয়ে যায়।

ভারতের স্বরূপনগর থানার উপপরিদর্শক নেতিন্তি সিংহাচল বিমল কৃষ্ণের বিরুদ্ধে মামলা করেছেন, মামলা নং-৪৮৬/২৪। জিজ্ঞাসাবাদে বিমল জানিয়েছেন, বাংলাদেশে চলমান যৌথ বাহিনীর অভিযানের তালিকায় তার নাম রয়েছে এবং বিরোধীরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

বিমল কৃষ্ণের গ্রেপ্তারির খবর কোটালিপাড়ায় ছড়িয়ে পড়লে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিষ্টি বিতরণ করেন। স্থানীয় এক যুবক অভিযোগ করেছেন যে, বিমল ক্ষমতার অপব্যবহার করে আসছিলেন এবং তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।

আরা পড়ুন: গণভবন জাদুঘরে যা যা থাকবে, জানালেন তথ্য উপদেষ্টা

কোটালিপাড়া থানার ওসি ফিরোজ আলম জানিয়েছেন, বিমল কৃষ্ণ বিশ্বাসের বিরুদ্ধে এখনো কোটালিপাড়া থানায় কোনো মামলা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App