লুট হওয়া দুই পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

পূর্বধলা নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৩ পিএম

ছবি: ভোরের কাগজ
বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শ্যামগঞ্জে পুলিশের পিকাপ ভ্যান ভাঙচুর ও ভ্যান থেকে লুট হওয়া ১০টি অস্ত্রের মধ্যে অবশিষ্ট দুটি অস্ত্রও পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এর আগে ৭ অস্ত্র ও একটি অস্ত্রের অংশ বিশেষ উদ্ধার হলেও বাকী দুটি অস্ত্রেও মধ্যে একটি শনিবার (৭ আগস্ট) সোয়ই নদী থেকে পুলিশ ও শুক্রবার (৬ আগস্ট) জালশুকা কুমুদগঞ্জ জামে মসজিদের এক কোনায় শপিং ব্যাগে থাকা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে সেনাবাহিনীর একটি দল।
শনিবার সকাল সারে সাতটায় গোপন সংবাদের ভিত্তিতে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ইসবপুর শ্মশান ঘাট সংলগ্ন পালের ঘাট নামক এলাকার সোয়াই নদী থেকে সর্বশেষ পিস্তলটি উদ্ধার করতে সক্ষম হয়।
অপরদিকে শুক্রবার সন্ধ্যা সারে ৭ টার সময় পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ জালশুকা কুমুদগঞ্জ জামে মসজিদের একটি কোনায় পড়ে থাকা পরিত্যক্ত একটি শপিং ব্যাগ থেকে একটি পিস্তল উদ্ধার করেন পূর্বধলা সেনাবাহিনীর লেফটেন্যান্ট আকিবের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল।
শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নূরুল আলম জানান শুক্রবার রাতে গোপন সংবাদ এর মাধ্যমে জানতে পারলাম ইসবপুর এলাকায় সোয়াই নদীতে একটি অস্ত্র ফেলে দেয়া হয়েছে। রাতেই সেখানে পুলিশ পাহারা বসানো হয়েছে এবং সকালে ডুবুরি দলের মাধ্যমে অভিযানের চালিয়ে তা উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান এখনও চায়না রাইফেলের গুলি ৩২ রাউন্ড, ১৭৭ পিস্তলের গুলি, ১৪ ম্যাগাজিন, ২৮ টিয়ারশেল উদ্ধার করা সম্ভব হয়নি।
আরো পড়ুন: হুমকির মুখে রংপুর-মহিপুর-পাটগ্রাম মহাসড়ক
এর আগে শুক্রবার রাতে স্থানীয় জনগণ ও মসজিদ কমিটি মাধ্যমে জানা যায়, জালশুকা কুমুদগঞ্জ জামে মসজিদের একটি কোনায় পড়ে থাকা একটি শপিং ব্যাগে পরিত্যক্ত একটি পিস্তল ও ম্যাগাজিনের খোসা দেখতে পেয়ে মসজিদের ইমাম মাওলানা দেলোয়ার হোসেন মসজিদ কমিটিকে ঘটনাটি জানায়, পড়ে কমিটির পক্ষ থেকে পূর্বধলা সেনা ক্যাম্পে জানানোর পর লেফটেন্যান্ট আকিবের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম তা উদ্ধার করে।
উল্লেখ্য গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শ্যামগঞ্জ মধ্য বাজারে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি পিকআপ ভাঙচুর ও ১০ টি পিস্তল গোলাবারুদ, টিয়ারসেল, রাইফেলের গুলি লুট করে নিয়ে যায়। এর মধ্যে ৭ টি পিস্তল ও একটির অংশ বিশেষ উদ্ধার হয়। বাকী দুটি পিস্তল শনিবার ও শুক্রবার পুলিম ও সেনাবাহিনী মাধ্যমে উদ্ধার করা হয়।
এ ব্যাপারে নেত্রকোণা সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাজেদ এ ব্যাপারে এক ব্রিফিং এ জানান গত ৪ আগস্ট/২০২৪ পুলিশের অস্ত্রের একটি গাড়ি যাচ্ছিল নেত্রকোনার কলমাকান্দা ও পূর্বধলা যাওয়ার পথে শ্যামগঞ্জে ১০ টি অস্ত্র লুট হয়। এর মধ্যে ৭ টি অস্ত্র ও একটি অস্ত্রের কিছু ভাংগা অংশ উদ্ধার হয়। এর পরিপ্রেক্ষিতে আমাদের গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আমরা গতকাল বৃহস্পতিবার অভিযান পরিচালনা করি এবং ৫ জনকে গ্রেফতার করি। সেই অভিযানের ফলশ্রুতিতে স্থানীয় জনগণ ও গোয়েন্দা সংস্থার মাধ্যমে জানতে পারি সেই দুটি অস্ত্রের মধ্যে একটি অস্ত্র এখানে রয়েছে। আমাদের অভিযান চলমান রয়েছে। এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন এ ধরনের কোন তথ্য পেলে আপনারা আমাদের সেনা ক্যাম্পে জানানোর অনুরোধ জানান।
তিনি আরো জানান এ ধরনের অস্ত্র একটি বিপদ জনক ও দেশের জন্যও বিপদ জনক। আমার বিশ্বাস আপনারা এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আমাদেরকে সাহায্য করবেন।