×

সারাদেশ

কুয়াকাটায় বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

Icon

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:২২ পিএম

কুয়াকাটায় বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

ছবি: ভোরের কাগজ

   

পর্যটন নগরী কুয়াকাটায় বিএনপির নেতা এবং আবাসিক হোটেল রনির মালিক মানিক মিয়ার বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টার দিকে ৭-৮ জনের মুখোশধারী ডাকাত দল তার বাসায় হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ডাকাতদের মারধরের ফলে মানিক মিয়া ও তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন।

পরিবারের সূত্রে জানা গেছে, কুয়াকাটা পৌর বিএনপির নেতা মানিক মিয়ার বাসায় ডাকাতরা মধ্যরাতে প্রবেশ করে। তাকে রশি দিয়ে বেঁধে রেখে, পিস্তল ঠেকিয়ে আলমারির চাবি ছিনিয়ে নেয়। এরপর আলমিরা থেকে নগদ ৫০ হাজার টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার, এবং ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নেয়। মানিক মিয়া ও তার স্ত্রী চাবি না দিতে চাইলে ডাকাতরা তাদের বেধড়ক মারধর করে, ফলে তারা দুজনেই আহত হন।

দুর্ঘটনার পরপরই পরিবারের পক্ষ থেকে মহিপুর থানা পুলিশকে ফোন করা হলেও পুলিশ কোনো সাড়া দেয়নি বলে অভিযোগ করেছেন মানিক মিয়ার পরিবার। তাদের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। পরে, মঙ্গলবার সকাল ৯টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, রাতে আমরা কোনো ফোন পাইনি। সকালে ঘটনা জানার পর কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মণ্ডল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন: শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে যা লিখেছে গার্ডিয়ান

এ ডাকাতির ঘটনায় কুয়াকাটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, এই ধরনের ঘটনা খুবই উদ্বেগজনক। স্থানীয়রা এমন ডাকাতি রোধে নিরাপত্তা ব্যবস্থার উন্নতির দাবি জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App