ফটিকছড়িতে ভুল চিকিৎসায় প্রসুতির মৃত্যুর অভিযোগ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩১ পিএম

ছবি: ভোরের কাগজ
ফটিকছড়ির নাজিরহাট সেন্ট্রাল পার্ক হাসপাতালে ভুল চিকিৎসার কারণে প্রসুতি মুন্নি আকতার (৩০) মুত্যুবরণ করেছন বলে অভিযোগ উঠেছে।
রবিবার (১ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন তিনি । বিষয়টি নিশ্চিত করেন নিহতের ভাই সাব্বির হোসেন।
জানা গেছে, ২৫ আগস্ট প্রসব বেদনা উঠলে নাজিরহাটের বেসরকারী ক্লিনিক সেন্ট্রাল পার্ক হাসপাতালে ভর্তি করা হয় গৃহবধূ মুন্নি আকতারকে। সেদিন রাতেই অস্ত্রোপচারের মাধ্যমে পুত্র সন্তান জন্ম দেন তিনি। পরে প্রসুতি মুন্নীর শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায আরো অবনতি হলে স্বজনেরা সেন্ট্রাল পার্ক হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তোলেন। এসময় বিক্ষুব্ধ জনতা ওই হাসপাতালে হামলা চালাতে চাইলে উদ্ভূত পরিস্থিতিতে সেখানকার চিকিৎসক এবং কর্মচারীরা পালিয়ে যায়।
আরো পড়ুন: বরিশাল শেবাচিম উপাধ্যক্ষসহ ১২ চিকিৎসক অবাঞ্ছিত
তৎক্ষণাৎ খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পুলিশ গিয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঘটনার সুষ্ঠু তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী। তদন্ত কমিটিকে ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হলেও এরই মধ্যে রবিবার সকালে ওই প্রসূতির মৃত্যু হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. আরেফিন আজিম বলেন, তদন্ত কমিটি ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার কথা। তবে হাসপাতালের সংলিষ্টরা পলাতক থাকায় কাজ এগিয়ে নেয়া সম্ভব হয়নি।
জানা যায়, নিহত মুন্নি আকতারের দুটি কন্যা সন্তান রয়েছে। কিছুদিন পূর্বে তার স্বামী অসুস্থ হয়ে মারা যান। মুন্নী ফটিকছড়ি পৌরসভার ২নং ওয়ার্ডের জামাল বেপারির বাড়ি মৃত ফোরকানের স্ত্রী।