গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে পাঁচজন নিহত

কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০০ এএম

ছবি: সংগৃহীত
গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে পাঁচজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। রবিবার (১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টায় ঢাকা-খুলনা সহাসড়কের উপজেলার মাঝিগাটি এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন- কামরুন নাহার (৩৫), তানজিনা (২৪), ছাবিহা (১৪) ও সাজিত (১২)। তাদের সবার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে।
স্থানীয়রা জানান, ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে আসছিল। এসময় মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার মাঝিঘাটি এলাকার গেরাখোলা ব্রিজের কাছে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার পর ঢাকা-খুলনা সহাসড়কে যানবাহন একঘণ্টা বন্ধ ছিল।
ভাঙা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আবদুল্লাহ আল বাকি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুছড়ে যায় এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে দুর্ঘটনাস্থলে পাঁচজন নিহত হয় এবং আহত হয় ২০ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।