×

সারাদেশ

স্বেচ্ছাশ্রমে স্বস্তি

বিজিবি ও ছাত্র সমাজের উদ্যোগে রাস্তা সংস্কার

Icon

মাসুদ পারভেজ রুবেল, রৌমারী (কুড়িগ্রাম) থেকে

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৬:০২ পিএম

বিজিবি ও ছাত্র সমাজের উদ্যোগে রাস্তা সংস্কার

ছবি: ভোরের কাগজ

   

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের একটি রাস্তা দীর্ঘদিন ধরে অবহেলিত  ছিল। এই রাস্তার বেহাল দশা প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি করছিল। তবে এবার সেই অবহেলিত রাস্তা সংস্কার হয়েছে স্বেচ্ছাশ্রমে, আর এতে নেতৃত্ব দিয়েছে বিজিবি এবং স্থানীয় ছাত্র সমাজ। শনিবার (২৪ আগস্ট) বিজিবির সার্বিক সহযোগিতায় ছাত্র সমাজ এবং গ্রামবাসী মিলে রাস্তাটি মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করে তোলেন। তাদের এই মহৎ উদ্যোগের ফলে এলাকার মানুষ পেয়েছে চলাচলের স্বস্তি।

রৌমারীর গয়টা পাড়া গ্রামে প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি ছিল কাঁচা ও খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টি হলেই রাস্তা কাদাযুক্ত হয়ে যেত, যার ফলে যানবাহন চলাচল অসম্ভব হয়ে পড়ত। গ্রামবাসীর কাছে এই রাস্তা ছিল প্রতিদিনের দুর্ভোগের নাম। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, এমনকি অসুস্থ রোগীদের হাসপাতাল পৌঁছাতেও ভীষণ কষ্ট হত।

গয়টা পাড়া বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার এ বি সিদ্দিকের তত্ত্বাবধানে এবং স্থানীয় ছাত্র সমাজের সহায়তায়, গ্রামবাসী নিজেদের স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামতে এগিয়ে আসেন। বিজিবি সদস্যরা সীমান্ত রক্ষার পাশাপাশি জনসেবা মূলক কাজেও নিজেদের নিয়োজিত রেখেছেন। রাস্তা মেরামতের জন্য এই উদ্যোগ গ্রহণের আগে বিজিবি ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল মো. হাসানুর রহমান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সম্মতি নেয়া হয়।

সরেজমিনে দেখা গেছে, এই উদ্যোগে এলাকার মানুষের মধ্যে আনন্দের ঢেউ বয়ে গেছে। গয়টা পাড়া, নতুন শৌলমারী, চর বোয়ালমারীসহ আশেপাশের গ্রামের প্রায় ২০ হাজার মানুষের জন্য এটি এখন একটি বড় স্বস্তির বিষয়।

স্থানীয় ছাত্র সমাজের নেতা হাফিজুর রহমান হাফিজ বলেন, দীর্ঘদিন ধরে আমাদের এলাকার মানুষকে এই রাস্তায় চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। কেউ এগিয়ে আসেনি এই সমস্যার সমাধানে। আমরা ছাত্র সমাজ এবং বিজিবির সহযোগিতায় নিজেরাই রাস্তা মেরামতের কাজ করে চলাচল স্বাভাবিক করেছি। এটি আমাদের জন্য খুবই গর্বের একটি কাজ।

গাড়ি চালক আয়নাল হক বলেন, গতকাল পর্যন্ত এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করানো সম্ভব ছিল না। কিন্তু এখন খুব সহজেই গাড়ি চালাতে পারছি। যারা এই কাজ করেছেন, তাদের ধন্যবাদ জানাই।

এলাকাবাসীর পক্ষ থেকে আলী হোসেন বলেন, এই রাস্তায় আগে চলাচল করা যেত না। বিজিবি ও ছাত্র সমাজ মাটি ফেলে যাতায়াতের উপযোগী করেছেন, এজন্য আমরা অনেক খুশি।

গয়টা পাড়া বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার এ বি সিদ্দিক বলেন, জনসেবামূলক কাজের অংশ হিসেবে আমরা বিজিবির উদ্যোগে এবং এলাকার ছাত্র সমাজ ও গ্রামবাসীর সহযোগিতায় এই গ্রামের ভাঙা ও কাদাযুক্ত রাস্তা মেরামতের কাজ সম্পন্ন করেছি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তবে রাস্তার স্থায়ী মেরামতের ব্যাপারে স্থানীয় প্রশাসনের বরাদ্দের অভাব রয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী মনছুরুল হক। তিনি জানান, বরাদ্দ পেলে রাস্তাটি আরো স্থায়ীভাবে সংস্কার করা হবে। উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান জানিয়েছেন, রাস্তাটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন: কাপ্তাই বাঁধ খুলে দেয়ার সময় জানালো কর্তৃপক্ষ

এই উদ্যোগটি শুধু একটি রাস্তা মেরামতের কাজ নয়, বরং এটি একটি অনন্য দৃষ্টান্ত, যেখানে স্থানীয় মানুষ এবং প্রশাসনের সহযোগিতা মানুষের জীবনযাত্রাকে আরো সহজ করে তুলেছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App