ঈশ্বরগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে দুর্ভোগে স্থানীয়রা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ১১:৪২ এএম

ছবি: ভোরের কাগজ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে টানা বৃষ্টিতে উচাখিলা-মরিচারচর রোডের একমাত্র বেইলি ব্রীজটি ভেঙে পড়েছে। এতে চরম বিপাকে পড়েছে চরাঞ্চলের সাধারণ মানুষ। মঙ্গলবার (২১ আগস্ট) রাতে অতিবৃষ্টির কারণে ওই ব্রীজটি ভেঙে যায়।
স্থানীয়রা জানান, উচাখিলা ইউনিয়নের লোকজনের যাতায়াতের একমাত্র ব্রীজটি ভেঙে যাওয়ায় এলাটির সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এর ফলে চরাঞ্চলের কৃষকদের উৎপাদিত শাক-সবজি বাজারের নিয়ে বিক্রি করার কোন ব্যবস্থা থাকলো না।
ব্রীজটি ভেঙে যাওয়ায় চরম বিপাকে পড়েছে স্কুল কলেজগামী শিক্ষার্থী ও এ রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষ।
স্থানীয় ইউপি সদস্য আবুল বাশার জানান, কয়েকদিন আগেও আরেকটি ব্রীজ ভেঙে পড়লেও সেটি মেরামতের কোন নেয়নি কর্তৃপক্ষ। বর্তমানে এই ব্রীজটি চলাচল অযোগ্য হয়ে পড়েছে। দ্রুত ব্যবস্থা না নিয়ে চরাঞ্চলের লোকজনের দুর্ভোগের শেষ থাকবে না।
উচাখিলা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম বলেন, রাতে অতিবৃষ্টির কারনে মরিচারচর যাওয়ার একমাত্র রাস্তার বেইলি ব্রীজটি ভেঙে যাওয়ায় চরম বিপাকে পড়েছে এলাকার লোকজন। স্কুল কলেজগামী শিক্ষর্থী, রোগী, সাধারণ লোকজন সবাই বিপদে পড়েছে।
আরো পড়ুন: ভয়াবহ বন্যা, বাঁচার আকুতি ফেনীবাসীর
তিনি বলেন, যেহেতু রাস্তাটি সড়ক ও জনপথ বিভাগের তাই ব্রীজটি পরিদর্শেনের পর সড়ক ও জনপথ বিভাগের ময়মনসিংহ অফিসে যোগাযোগ করা হলে তারা জানান কয়েকদিন পরে এলাকায় এসে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ইউনিয়ন পরিষদে কোন ফান্ড না থাকায় প্রাথমিক সংস্কার কাজ করা যাচ্ছে না।