প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে ছাত্রদের আল্টিমেটাম

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০৪:২৩ পিএম

ছবি: ভোরের কাগজ
কিশোরগঞ্জ কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ ফজলুল হকের পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টা আল্টিমেটাম দিয়েছে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং বৈষম্য বিরোধী ছাত্ররা। এসময় ছাত্রীদের যৌন হয়রানি অভিযোগে অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহফুজুর রহমানেরও পদত্যাগ দাবি করেন তারা।
মঙ্গলবার (২০ আগস্ট) সকালে কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী জড়ো হয়ে এক দফা দাবি (পদত্যাগ) দাবিতে বিক্ষোভ করে। পরে বিক্ষুব্ধ ছাত্ররা প্রধান শিক্ষকের অফিস রুমে তালা ঝুলিয়ে দেন। পরবর্তীতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে সামনে অবস্থান করেন এবং নির্বাহী অফিসার নিকট একদফা দাবি পেশ করেন।
এসময় ছাত্ররা বলেন, তাদের এক দফা বাদি শাহ মোহাম্মদ ফজলুল হকের পদত্যাগ না হওয়া পর্যন্ত কোনো শিক্ষার্থী ক্লাসে ফিরবে না এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি প্রধান শিক্ষক স্ব-সম্মানে সেচ্ছায় পদত্যাগ না করেন, তবে পদত্যাগে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ার দেন ছাত্ররা।
আরো পড়ুন: দীপু মনি ও জয় রিমান্ডে
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ জোহরা ছাত্র-ছাত্রীরা দাবির বিষয় অবগত হয়েছেন জানিয়ে বলেন, ছাত্রদের দাবির প্রেক্ষিতে বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করবেন।
উল্লেখ্য, কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ ফজলুল হকের বিরুদ্ধে অতিরিক্ত ফ্রি আদায়, নিয়োগ-বাণিজ্য, অর্থনৈতিক অনিয়ম, দুর্নীতির, ভূমিদস্যুতা, বিদ্যালয়ের পাশে ব্যক্তি মালিকানায় একাধিক বিদ্যালয় নির্মাণসহ অসংখ্য অভিযোগ উঠেছে ।