খাগড়াছড়িতে পাহাড় ধস, ৫ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০৫:১১ পিএম

ছবি: সংগৃহীত
খাগড়াছড়িতে পাহাড় ধসের ঘটনায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (১৭ আগস্ট) দুপুরের পর ধসে পরা সড়কের এক পাসের সামান্য মাটি সরিয়ে যান চলাচলের উপযোগী করা হয়।
এর আগে, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আলুটিলার সাপমারার কাছাকাছি পাহাড় ধসে সড়কের ওপর মাটি পরে । এর ফলে ওই সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতিতে সকাল ১০টার দিকে মাটি সরানোর কাজ শুরু করে সড়ক জনপথ বিভাগ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা।
খাগড়াছড়ি সড়ক বিভাগ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সড়কে যানবাহন চলাচল পরিপূর্ণ স্বাভাবিক করতে সড়ক থেকে মাটি সরানোর কাজ করে যাচ্ছে।
আরো পড়ুন: ‘আয়নাঘরের’ বর্ণনা দিলেন ৫ বছর পর ফিরে আসা মাইকেল চাকমা
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ জাকের হোসেন বলেন, পাহাড়ের বড় একটি অংশ ধসে সড়কের ওপর পরেছে। মাটি সরাতে সময় লেগে যাবে। আপাতত একপাশের কিছু মাটি সড়িয়ে গাড়ি চলাচলের উপযোগী করে দেয়া হয়েছে।
খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, সড়কের ওপর প্রচুর মাটি চলে এসেছে। স্কেভেটর মেশিন দিয়ে মাটি সরানো হচ্ছে। পরিপূর্ণ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।